পাতা:মৃচ্ছকটিক.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । ¢ዓ চারু —ওরে ! ব্রাহ্মণকে পাদোদক দে । বিদু —আমার পাদোদকে কি হবে ?—আমি মা-খাওয়া গাধার মত আবার এখনি মাটিতে লোটাব । দাস —মৈত্ৰেয়-মশায়—আপনি ব্রাহ্মণ— বিদু —সকল সাপের মধ্যে যেমন চোড়া-সাপ—সকল ব্রাহ্মণের মধ্য আমি তেমনি ব্রাহ্মণ । দাস —মৈত্রেয় মহাশয়, তা হোক, তবু ধুইয়ে দি, আমুন। (তথা করিয়া) দেখুন, সোনার গহনাগুলি দিনের বেলায় আপনার—আর রাত্রে আমার জিন্মে। এই নিন। (দিয়া প্রস্থান ) ৰিদু –( লইয়া) এখনও পর্য্যন্ত এগুলি রয়েছে দেখ চি ৷ উজ্জয়িনীতে কি কোন চোর নেই যে আমার এই নিদ্রা-চোরগুলিকে চুরি করে নিয়ে যায়। দেখ সখা, অন্তঃপুরে এগুলিকে নিয়ে যাই । চারু – কি হবে সেথায় লয়ে—নাহি প্রয়োজন, বেগু-অঙ্গ-পরিধৃত এগুলি যখন । যাবৎ না তারে পুন করি সমর্পণ তাবৎ তুমিই বিপ্র করহ ধারণ ॥ ( নিদ্রিত হইয়া “থামিয়াছে গীত তার” ইত্যাদি নিদ্রা-ঘোরে আবৃত্তি ) বিদু।–ওহে ঘুমচ ? फ्रांङ्ग !--ई ! এবে এই নিদ্র। মোর ললাট হইতে নামি আশ্রিল নয়ন, অদৃশু জরার মত নর-বল পরাভবি’ হয়গো বৰ্দ্ধন ॥ বিদু –মুমোনে যাক তবে । (নিদ্র )