পাতা:মৃচ্ছকটিক.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V o মৃচ্ছকটিক । লোণ-ধরা অসমান অপর ভিত্তির গায়ে সিধ আমি কাটিলে গো রাতে, দুষিয়াছে মোরে, তবু বাখানেছে গুণপনা প্রতিবেশী আসিয়া প্রভাতে ॥ , নমো নমো বরংপ্রদে, কুমার কাৰ্ত্তিক পদে হস্তে র্যার সোনার বল্লম । দেবব্রত ব্ৰহ্মণোরে নম । প্রণমি ভাস্করানন্দে, যোগাচার্য্যে দাস বন্দে যার শিষ্য আমি গো প্রথম । তিনিই পরিতুষ্ট হয়ে এই যোগ-রচনার দ্রব্যগুলি আমাকে দান করেন। এ দ্রব্য করিলে লাভ রক্ষিগণ দেখিতে না পায় g শস্ত্র আঘাতেও ব্যথা কিছুমাত্র নাহি লাগে গায়। (তথা করণ) হায় হায়! মাপার সুতোটা ভুলে এসেছি— (.চিস্তা করিয়া ) ই এই যজ্ঞোপবীতটাই এখন আমার মাপবার সুতো হবে । ঘজ্ঞোপবীত ব্রাহ্মণের অনেক কাজে লাগে-—বিশেষতঃ আমার মত ব্রাহ্মণের । এই যজ্ঞ-সুত্র দিয়ে সিধ-পথ-মুখ মাপা যায় পরিহিত অলঙ্কার টানি লই ইহারি কৃপায়, যন্ত্র-বদ্ধ কপাটেরে এরি যোগে করি উদঘাটন, কাল-সৰ্পে দংশে যদি অঙ্গ এতে করি গো বেষ্টন ॥