পাতা:মৃচ্ছকটিক.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूडौग्न अझ । ৬৩ শৰ্ব্বি –গোব্রাহ্মণের দিব্যি লজঘন করা যায় না—তবে নেওয়া যাক্ । কিন্তু প্রদীপটা যে জলচে । আমার কাছে প্রদীপ নেবাবার জন্য এক রকম আগুনের পোকা আছে। তবে এইবার প্রবেশ করি— এই ঠিক অবসর। এইবার পোকাটাকে ছেড়ে দি । (তথা করণ) পোকাটা প্রদীপের উপর নানাভাবে ঘুরে ঘুরে বেড়চ্চে—এইবার ওর পাখার বাতাসে দীপটা নিবে গেল। কি ঘোর অন্ধকার! কিন্তু আমি এই ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে অন্ধকারে ঘুরে বেড়াচ্চি ? আমি চতুৰ্ব্বেদবেত্তা অপ্রতিগ্রাহক ব্রাহ্মণের সন্তান শৰ্ব্বিলক শৰ্ম্ম— আমি কিনা বেশু মদনিকার জন্য এই অকাৰ্য্যে প্রবৃত্ত হয়েছি? যা হোক, এখন এষ্ট ব্রাহ্মণের অনুরোধটা রক্ষা করি । (হাত বুলাইতে বুলাইতে অগ্রসর) বিদু।–(স্বপ্ন) দেখ সখা, তোমার হাতটা বড় ঠাণ্ড । শর্বি।—কি বিপদ! জল ঘেঁটে আমার হাতটা ঠাণ্ড হয়ে গেছে বটে। আচ্ছা, বগলের মধ্যে হাতটা রাখি । (ডান হাত গরম করিয়া অলঙ্কার গ্রহণ) । বিদু –নিয়েছ ? শর্বি —ব্রাহ্মণের অনুরোধ অলঙ্ঘনীয়—তাই নিলেম । বিদু।–জিনিস বিক্রী হয়ে গেলে বণিক যেমন মুখে ঘুমোয় আমিও এখন সেইরকম মুখে ঘুমোতে পারব। (নিদ্র ) শর্বি —ওহে মহাব্ৰাহ্মণ—এখন তুমি শত বর্ষ ধরে ঘুমোও । আমার তাতে কোন আপত্তি নেই । আমার এখন এইমাত্র কষ্ট, সেই বেখ্যা মদনিকার জন্ত সমস্ত ব্রাহ্মণ-কুলকে নরকে ডোবালেম–কিন্তু আপনিই নরকে ডুবলেম । ধিক্ ধিক্ দারিদ্র্যরে ! পৌরুষের নাম মাত্র নাই,