পাতা:মৃচ্ছকটিক.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8 মৃচ্ছকটিক । মন বলি নিন্দি যারে অনায়াসে করিগো তাহাই ॥ এখন তবে মদনিকার দাসত্বমোচন করতে বসন্তসেনার বাড়ীতে যাওয়া যাক্ । ( পরিক্রমণ ও অবলোকন ) এই যে, কার পায়ের শব্দ শোনা যাচ্চে —প্রহরীদের না তো? আচ্ছা আমি থামের মত চুপটি করে এখানে দাড়িয়ে থাকি। কিন্তু তাও বলি, প্রহরীরা শৰ্বিলক-শৰ্ম্মার কি করতে পারে ? সে শীর্বলক শৰ্ম্ম। নিঃশবদ পদ-চারে মার্জার যেমতি, মৃগ-সম পলায়নে অতি দ্রুতগতি । গ্ৰহণ-ছেদন-কার্য্যে বাজের মতন, সুপ্তামুপ্ত চিনিবারে কুকুর যেমন, আঁকিয়া বাকিয়া যেতে ভুজঙ্গের প্রায় মায়ার সমান ছদ্মবেশ-রচনায়, বাণী-সম সুপণ্ডিত নানা ভাষা-জ্ঞানে, রাত্রে দীপ—অশ্বতর সংকটের স্থানে । স্থল পথে অশ্ব যেগো—নৌকা জল-পথে কি ভয় ৩হর বল রক্ষিগণ হতে ? অপিচ :- শতিতে ভুজঙ্গ সম, স্থিরত্বে পৰ্ব্বত, লক্ষ্যের চৌদিকে ফেরে গরুড়ের মত, শশ-সম চতুর্দিক নেহারে নয়নে, ধরিতে বৃকের সম, কেশরী বিক্রমে। রদনিকার প্রবেশ । রদ –কি সৰ্ব্বনাশ ! বা’র-দরজার দালানে বৰ্দ্ধমানক গুয়ে ছিল— তাকেও তো দেখতে পরিচিনে— আচ্ছ মৈত্ৰ-মশায়কে ডাকৃদি। (প্রস্থান)