পাতা:মৃচ্ছকটিক.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । واوي দিয়েছে—হয় কোন আগন্তুক, নয় কোন শিক্ষার্থী—নৈলে এই উজ্জয়িনীনগরে আমাদের আর্থিক অবস্থা কে না জানে ? চারু।– হয় কোন বৈদেশিক অজ্ঞানে করেছে এই কাজ, অথবা অভ্যস্ত চোর - সিদ্ধ কাটিয়াছে গৃহমাঝ । বিশ্বস্ত-নিদ্রায় মগ্ন নিধন এ জনে সে তো জানিত না আগে, শুধু বড় গৃহ দেখি প্রথমে ইহার মনে মহা আশা জাগে ; সিদ্ধ কাটি' শ্রান্ত হয়ে নিরাশ হইয়া শেষে হেতা হতে ভাগে ৷ এর পর, চোর বেচারা নিজের বন্ধু-বান্ধবদের কাছে গিয়ে না জানি কি বলবে। বলবে—“বণিকের বাড়ি প্রবেশ করে কিছুই পেলেম না ।” বিদু।-ওহে ! তোমার চোর-ব্যাটার উপর দয়া হয়েছে নাকি ? সে নিশ্চয় ভেবেছিল, এটা মস্ত বাড়ি—এখান থেকে স্বর্ণ অলঙ্কার—রত্নঅলঙ্কার সমস্ত’বার করে নিয়ে যাবে। ভাল কথা, সেই স্বর্ণ-অলঙ্কারগুলি কোথায় ? দেখ সখা, তুমি সব সময়েই বলে থাকে, “মৈত্রেয়টা মূখ —মৈত্রেয়টা নিৰ্ব্বোধ”—কিন্তু আমি সেই অলঙ্কারের পুটুলিটা তোমার হাতে দিয়ে ঠিক কাজ করেছি কিনা বল—নৈলে চোর-ব্যাট নিশ্চয়ই চুরি করে নিয়ে যেতে । চাক —আর পরিহাস করতে হবে না । বিদু –ওহে আমি মুখ বলে কি পরিহাসেরও দেশ-কাল বুঝি নে ? চারু —বা । আমার হাতে তুমি কখন দিলে ?