পাতা:মৃচ্ছকটিক.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । • سوان\ চারু —আমি কি মিথ্যা কথা বলা ? ভিক্ষায় অর্জিয়া অর্থ, ন্যস্ত বস্তু উদ্ধারের করিব যতন, তবু না কহিব মিথ্যা, —চারিত্র্য-নাশের উহা প্রধান কারণ ॥ রদ –এখন তবে ধৃত ঠাকরণকে এই খবরটা দিয়ে আসি । ( প্রস্থান ) দাসীর সহিত চারুদত্তের স্ত্রী ধুতা-দেবীর প্রবেশ । স্ত্রী –(ব্যস্তসমস্ত হইয় ) ওলো! সত্যি কথা বল, ওঁদের শরীরে তো কোন আঘাত লাগে নি ? দাসী –ঠাকরণ ! ওঁদের কিছু হয় নি বটে, কিন্তু সেই বেখার যে অলঙ্কার ছিল সেইগুলি চুরি গেছে। স্ত্রী –( মূচ্ছিত ) দাসী –ঠাকরণ, শাস্ত হোন। স্ত্রী।–(সংজ্ঞা লাভ করিয়া) ওলো! তুই বলচি ওঁর শরীরে আঘাত লাগে নি, কিন্তু চরিত্রে আঘাত লগা অপেক্ষ শরীরে আঘাত লাগাও যে ভাল ছিল। এখন উজ্জয়িনীর লোকের এই কথা বলবে, দরিদ্রতার দরুণ উনিই এই কাজ করেছেন । হা পোড়া বিধি ! পুরুষ ভাগ্যকে পদ্মপত্রের জলের মত চঞ্চল করে কি তুমি কৌতুক দেখ চ ? মাতৃগৃহ হতে এই রত্নমালাটি পেয়েছিলেম—এইটিই যা আমার এখন আছে। কিন্তু আমার স্বামী যেরূপ প্রকৃতির লোক—তিনি আমার কাছ থেকে এটি কখনই গ্রহণ করবেন না । দেখ, মৈত্রেয়-মশায়কে ডেকে নিয়ে আয় ।