পাতা:মৃচ্ছকটিক.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूडौम्न अझ । Vసి দাসী –যে আজ্ঞে ঠাকুরণ। ( বিদুষকের নিকট গিয়া ) মৈত্রেয় মশায় ! ধৃতা দেবী তোমাকে ডাক্‌চেন। বিদু –কোথায় তিনি ? দাসী । —এইখানে আছেন—এগিয়ে আসুন। বিদু —(অগ্রসর হইয়া ) কল্যাণ হোক । স্ত্রী –প্ৰণাম । পূৰ্ব্বমুখ হয়ে বস্থন । বিদু —এই পূৰ্ব্বমুখ হয়ে বসেছি । স্ত্রী –এষ্টটে আপনি নিন। বিদু!—এটি কি ? স্ত্রী —আমি রত্ন-ষষ্ঠীব্রত নিয়েছিলেম—তাতে বরি যেমন শক্তি ব্রাহ্মণকে রত্নদান করতে হয়—আমি একজন ব্রাহ্মণকে দিতে গিয়েছিলেন–তিনি দান গ্রহণ করলেন না—র্তার হয়ে এই রত্নমালাটি আপনি গ্ৰহণ করুন । বিদু –( গ্রহণ করিয়া) কল্যাণ হোক্‌ ! যাই, প্রিয়সখাকে এ ংবাদটা দিই গে । - স্ত্রী ।—মৈত্রেয় মশায়! আমাকে লজ্জা দেবেন না । (প্রস্থান) বিদু –(সবিস্ময়ে) ও ! কি মহানুভাবত ! চারু —মৈত্রেয়ের আসূতে এত বিলম্ব হচ্চে কেন ?—মনোকষ্টে একটা অকার্যা না করে’ বসে । মৈত্রেয় ! মৈত্রেয় ! বিদু!—নিকটে আসিয়া) এই এসেছি । এইটি গ্রহণ কর। (রত্নমালা প্রদর্শন) চারু —এটি কি ? বিদু।–তুমি যে তোমার নিজের মত একটা স্ত্রী সংগ্রহ করেছ, তারই এই ফল ।