পাতা:মৃচ্ছকটিক.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। 이》 অতএব সখী ! আমার গা ছুয়ে শপথ কর, তাকে গ্রহণ না করিয়ে তুমি এখানে আসূবে না। বৰ্দ্ধমানক! এই সব ইট দিয়া বদ্ধ কর এই সন্ধিস্থান । রক্ষিব সন্ধিটি আমি নিন্দ হতে পাইবারে ত্রাণ ॥ সখা মৈত্রেয় ! তুমি কার্পণ্যের কথা ছেড়ে দিয়ে উদারতার কথাই আমার কাছে বল । বিদু!—দেখ, দরিদ্র কি উদারতার কথা বলতে পারে ? চারু —সখা আমি দরিদ্র নই। “অমুগত ভাৰ্য্যা” ইত্যাদি পুনৰ্ব্বার পাঠ) তুমি তবে যাও—আমিও কুতশৌচ হয়ে সন্ধ্যা উপাসনা করিগে। সন্ধিচ্ছেদ নামক তৃতীয় অঙ্ক সমাপ্ত। চতুর্থ অঙ্ক। দৃশ্য—বসন্তসেনার शृश् | বসন্তসেনা ও মদনিক অণসীনা। প্রধান দাসীর প্রবেশ । দাসী।—ম আমাকে ঠাকরণের কাছে যেতে বলেছেন । এই যে ঠাকরণ চিত্র-ফলকের উপর চোখ রেখে মদনিকার সঙ্গে কি কার্তাবার্তা কচ্চেন—এইবার তবে এগিয়ে যাই ।