পাতা:মৃচ্ছকটিক.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qや মৃচ্ছকটিক । মদ !—শৰ্ব্বিলক –আমি ঠাকরণকে এই বিষয় জানিয়ে ছিলেম । তিনি বল্লেন “আমার যদি ইচ্ছে হয়, তাহলে বিনা মূল্যেই সকল দাসীর দাসত্ব মোচন করব” ভাল, শৰ্ব্বিলক ! তোমার এমন বিষয়-বিভব কি আছে যে মূল্য দিয়ে আমাকে কিনে নিয়ে যাবে? অভিভূত হয়ে আমি দারিদ্র্য-দশায় কেবল তোমারি ভালবাসার লাগিয়া —শোনোগো প্রেয়সী আমি আজিকে নিশায়— বলপূৰ্ব্ব কোন কাজ এসেছি করিয়া ॥ বসং -এর মুখে তো বেশ প্রসন্ন ভাব—ওরূপ দুঃসাহসের কাজ যে করে, তার মুখে তো উদ্বেগের ভাব দেখা যায়। মদ –শবিলক ! একজন তুচ্ছ স্ত্রীলোকের জন্ত উভয়কেই মজালে ? শবি —কাকে কাকে ? মদ –কেন, শরীরকে আর চরিত্রকে । শবি –আরে নিৰ্ব্বোধ ! সাহসেই লক্ষ্মীর বাস । মদ। —শর্বিলক ! তোমার চরিত্র অতি বিশুদ্ধ—তলে আমার জন্য এই অকার্যা করে তুমি কি অত্যন্ত বিরুদ্ধ আচরণ করনি ? শবি।— ভূষণে ভূষিত যে গো বিকসিতা লতার মতন, তাহার ভূষণ আমি কতু নাহি করিগো হরণ। না করি হরণ আমি ব্রাহ্মণের ধনা কি কাঞ্চন |