পাতা:মৃচ্ছকটিক.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ধাত্রী-কোলে যে বালক, তারো নাহি হরি এক রতি, চৌর্য্যেতেও নিত্য মোর কার্য্যাকার্য্য-বিচারিণী মতি ॥ এখন তবে বসন্তসেনাকে দাসত্ব মোচনের বিষয় আর একবার জানাও । আর দেখ— গোপনীয় অলঙ্কার ঠিক তব দেহের প্রমাণ ধারণ করগো অঙ্গে, জেনো ইহা প্রণয়ের দান ॥ মদ।--শর্বিলক –গোপনীয় অলঙ্কার ?—এই কথা দুটির মধ্যে তো কোন মিল নেই। আচ্ছ অলঙ্কারগুলি আনো দিকি দেখি । শবি —এই অলঙ্কারগুলি । (ভয়ে ভয়ে সমর্পণ) মদ –(নিরীক্ষণ করিয়) মনে হচ্চে যেন অলঙ্কারগুলি পুৰ্ব্বে কোথাও দেখেচি–বল দিকি কোথ থেকে পেলে ? শর্বি।—মদনিকে ! তা জেনে তোমার কি হবে ?—এই নেও । মদ –(সরোষে) যদি আমাকে বিশ্বাসই না হয়, তবে কেন আমাকে মূল্য দিয়ে কিনতে যাচ্চ ? শর্বি —দ্যাখ, বণিক-পটিকে আজ প্রভাতে শুনলেম, এগুলি বণিক চারুদত্তের। (বসন্তসেনা ও মদনিক উভয়ে মূচ্ছিত) শর্বি — মদনিকে ! শাস্ত হও, কেন গো এখন বিষাদে অবশ-অঙ্গ বিভ্রান্ত-নয়ন ? দাসত্ব ঘুচাতে বাগ্র আমি মূল্য দানে, কোথা হবে অমুকম্প, না–কম্প সে স্থানে ?