পাতা:মৃচ্ছকটিক.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ԳչՏ শর্বি — স্ত্রীতে শ্ৰীতে যে পুরুষ করে গো প্রত্যয় আমিতো তাহারে বলি মুখ অতিশয়। অবলা কমলা উভে ভুজঙ্গিনী-প্রায়, আঁকিয়া-বাকিয়া তারা বক্র পথে ধায় ॥ ভাল নহে ভালবাসা কামিনীব সনে অবজ্ঞা করে গো তারা অমুরাগী জনে । ভালবাসো তীরে যেই দেয় ভালবাসা, বিরক্ত যে তোমাপরে তাজ তার আশা ৷ অপিচ 2—তারা— সাগর-তরঙ্গসম চপল-স্বভাব, সন্ধ্যাভ্র-রেখা সম ক্ষণ-অনুরাগ, পুরুষ হইতে অর্থ বেশু্যাগণ শুষিয়া সৰ্ব্বথা ত্যজে তারে অনায়াসে নিপীড়িত অলক্তক যথা ॥ —স্ত্রীলোকেরা অতান্ত চপল । করে বা হৃদয়ে ধরি’ ডাকে অন্তে আঁখি ঠেলে, কারে দেয় মুখ সুরা, কারে দেয় দেহ ঢেলে ॥ কোন কবি বেশ একটি কথা বলেছেন – না জনমে সরোজিনী পৰ্ব্বত-শিখরে, গদভ না অশ্ব ভার বহে পৃষ্ঠোপরে, যব ছিটাইলে কহু শাল নাহি হয়, সেইরূপ বেশু নারী শুচি কছু নয়।