পাতা:মৃচ্ছকটিক.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । به سb আঃ ! হতভাগ পাজি চারুদত্ত-তোকে এরূপ কখনই হতে দেব না । (কিয়ৎ পদ চলিয়া গিয়া ) মদ।—(অঞ্চল ধবিয়া ) ওগো ! তুমি এলোমেলো কি বক্‌চ ?—কেন তুমি অকারণে রাগ কর্চ ? শৰ্ব্বি —অকারণে ? মদ –এ অলঙ্কারগুলি আমাদের ঠাকরণের । শৰ্ব্বি —তার পর কি করে অন্ত হাতে গেল ? মদ –তার পর এ গুলি চারুদন্তের কাছে গচ্চিং রাখা হয । শৰ্ব্বি —কি জন্ত ? মদ –(কানে কীনে ) এষ্ট জন্ত । শৰ্ব্বি —(অপ্রতিভ হষ্টমা ) হায় হায় ! গ্রীষ্মতপ্ত হয়ে আমি আশ্রিমু যাহায পত্র-হীন করিলাম সে তক-শাখায় ! বসং —কি !—এগু যে তনুতাপ কর্চে—তবে দেখচি না জেনেই এই কাজটা করেচে। শৰ্ব্বি —এখন কি কৰ্ত্তব্য বল দিকি ? মদ –এ বিষয়ে তুমিষ্ট ভাল বুঝবে । শৰ্ব্বি ।—তা-কখনই না । দেখ :– স্ত্রীলোক পণ্ডিত হয় স্বভাবের বলে, পুরুষ পাণ্ডিত্য লভে শাস্ত্র-শিক্ষা-ফলে। মদ –শৰ্ব্বিলক ! যদি আমার কথা শোনে, তা হলে বলচি এই অলঙ্কারগুলি সেই মহাত্মাকে ফিরিয়ে দেও। শৰ্ব্বি —মদনিকে ! ফিরিয়ে দিলে যদি তিনি রাজ-দরবারে আমার নামে আবার নালিস করেন ?