পাতা:মৃচ্ছকটিক.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । Եած মদ –আচ্ছ বল দেখি, চাদ থেকে কখন কি তাপ বেরোয় ? বসং ।—ঠিক বলেছিস মদনিকে, ঠিক বলেছিল। শর্বি —মদনিকে ! চুরি করি খিল্প কিম্বা ভীত নহি আমি, সে সাধুর গুণ কেন কহিছ গো তুমি ? কাজটা জঘন্ত তাই লজ্জা পাই অতি, আমা হেন শঠের কি করিবে নৃপতি ? দেখ মদনিকে ! এ উপায়ট যুক্তিসিদ্ধ নয়—আর কোন উপায় ভেবে দ্যাখে । মদ –আর একটা উপায় হচ্চে-- বসং —না জানি আর কি উপায় হতে পারে । মদ –চারুদত্তই তোমার হাত দিয়ে পাঠিয়েছেন, এই বোলে তুমি অলঙ্কারগুলি ঠাকরণকে দাও । শর্বি —তাতে কি হবে ? মদ –তা হলে তুমি আর চোর হবে না—তিনিও ঋণমুক্ত হবেন— ঠাকরণও নিজ অলঙ্কারগুলি ফিরে পাবেন। শৰ্বি ।--নান এও আবার অতি-সাহসের কথা । মদ –ওগো আমার কথা শোনো—ঠাকরণকে অলঙ্কারগুলি দাও— ন দিলেই বরং দুঃসাহসের কাজ হবে—শেষে বিপদে পড়বে। ১ বসং —ঠিক বলেচিস মদনিকে ঠিক বলেচিস—এ, দাসীর মত কথা নয়—স্বাধীন ভদ্রলোকের মত কথা । শর্বি — তব অনুগত হয়ে সদবুদ্ধি লভিছু বিশেষ