পাতা:মৃচ্ছকটিক.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bుచి মৃচ্ছকটিক । চন্দ্রহীরা রজনীতে কে করে গো পথের নির্দেশ ? মদ –তুমি তবে এই কামদেবের ঘরে বোসে, আমি ঠাকরণকে তোমার আস্বার কথা জানিয়ে আসি । শর্বি —আচ্ছা, তাই ভাল । মদ –(অগ্রসর হইয়া) ঠাকরণ, চারুদত্তের কাছ থেকে সেই ব্রাহ্মণট এসেছেন। বসং –ওলো । তার কাছ থেকে এসেছে তুই কি ক’রে জানলি ? মদ –ঠাকরণ ! আমার আপনার লোককে কি আর আমি জানিনে ? বসং —(শিরশ্চালন পূর্বক হাসিয়া স্বগত) তা বটে। (প্রকাশুে) আচ্ছ, এইখানে তাকে নিয়ে আয় । মদ।—যে আজ্ঞে ঠাকরণ । (নিকটে গিয়া ) শর্বিলক ! ভিতরে এসো | শৰ্বি । (অগ্রসর হইয, অপ্রতিভভাবে) আপনার কল্যাণ হোকৃ! বসং —মহাশয় প্রণাম, বোসতে অজ্ঞে হোক্ । শৰ্বি –বণিক চারদত্ত এই কথা আপনাকে বলতে বলেছেন, তার গৃহ অতি জীর্ণ পুরাতন, সেখানে এই অলঙ্কারগুলি বেশি দিন রাখা যায় না, তাই আপনি এগুলি গ্রহণ করুন । (মদনিকার হাতে সমর্পণ করিয়া প্রস্থানোদ্যত ) বসং —মহাশয়! প্রত্যুত্তরে আমারও কিছু নিবেদন আছে। শর্বি —(স্বগত) সেখানে কে সাবে ?—আমি তো না । (প্রকাশুে) আপনার কি নিবেদন ? বসং —আপনি মদনিকাকে গ্রহণ করুন । শর্বি।--দেখুন, আমি এ কথার অর্থ বুঝতে পারলেম না ।