পাতা:মৃচ্ছকটিক.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । bペ) বসং —অর্থ আমি বুঝেচি । শর্বি —সে কেমন ? বসং ।–চারুদত্ত মহাশয় আমাকে বলে গেছেন, এই অলঙ্কারগুলি যে দিতে আসূবে, তার হস্তে যেন মদনিকাকে সমর্পণ করা হয়। এখন তো অর্থ বুঝলেন? শৰ্বি –(স্বগত) ওরে। ইনি আমার সমস্তই জানতে পেরেছেম দেখচি। (প্রকাশ্যে ) সাধু চারুদত্ত মহাশয় সাধু । গুণের অর্জনে নর হইবেক সদা যত্নবান, গুণহীন ধনী হতে শ্রেষ্ঠতর নিঃস্ব গুণবান ॥ অপিচ :– পুরুষ গুণেতে যত্ন করবে সদাই, গুণের অপ্রাপ্য বস্তু ছেথ কিছু নাই। গুণের উৎকর্ষ-বলে শশাঙ্ক যেমন অলঙ্ঘ্য শস্তুর শির করিলা লঙ্ঘন। বসং —গাড়ির বাহক কে আছে ওখানে ? গাড়ি লইয়া একজন দাসের প্রবেশ । দাস —ঠাকরণ গাড়ি প্রস্তুত । বসং — গুলো মদনিকে, আমার প্রতি শুভদৃষ্ট করু, তোকে সম্প্রদান করেছি, এখন গাড়িতে ওঠ গিয়ে—আমাকে মনে রাখিল । শর্বি —আপনার কল্যণ হোক্ । মদনিকে ! করি শুভ দৃষ্টপাত - - প্রণাম করহ তব ঠাকুরাণী-পদে, ছিলে বধু সাধারণী —পড়ে অবগুণ্ঠন এবে সে শবদে r