পাতা:মৃচ্ছকটিক.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Նա8 মৃচ্ছকটিক । (মদনিকার সহিত গাড়িতে আরোহণ করিয়া যাইতে উদ্যত ) নেপথ্যে —কে আছ তোমরা ? রাষ্ট্রপাল এই আদেশ করচেন, “আৰ্য্যক নামে গোপাল-বালক রাজা হবে”—সিদ্ধপুরুষের এই কথায় বিশ্বাস করে’ ও ভীত হয়ে আমাদের রাজা পালক তাকে ঘোষ-পল্লি থেকে ধরে এনে ঘোর কারাগারে বদ্ধ করেছেন । অতএব তোমরা স্ব স্ব স্থানে সতর্ক হয়ে থাকে৷ ” শর্বি — শুনিয়) কি ?—আমাদের রাজা প্রিয়মুহৃদ আৰ্য্যককে কারাগারে বদ্ধ করেছেন ? কিন্তু হায়! আমি যে এখন কৃতদার হয়ে পড়েছি । হায় হায় ! কি কষ্ট ! কিন্তু তাতেই বা কি ? এ লোকে নরের প্রিয় বণিতা, সুহৃৎ—দুইজন, শতেক সুন্দরী হতে এবে এ সুহৃদই প্রিয়তম। আচ্ছ, আমি তবে গাড়ি থেকে নেবে পড়ি ॥ ( অবতরণ ) মদ।—(সাশ্রনয়নে অঞ্জলি-বদ্ধ হইয়া ) না, তা হবে না, আমাকে এখন গুরুজনদের কাছে নিয়ে চল ! শর্বি —প্রিয়ে ! ভাল কথা বলেছ। আমার মনের মত কথাই বলেছ। ( দাসের প্রতি ) দেখ বাপু, বণিক রেভিলের বাসা কি চেনে ? দাস —চিনি বৈকি ? শর্বি —সেইখানে প্রিয়াকে নিয়ে যাও । দাস —যে আজ্ঞা । মদ।--আচ্ছ তাই ভাল। কিন্তু দেখে, তুমি খুব সতর্ক হয়ে থেকে। ( প্রস্থান ) শৰ্বি -এখন আমি :--