চতুর্থ অঙ্ক । b ● দৃশ্য —বসন্তসেনার ভবন। (প্রথম মহল ) বিদু —(প্রবেশ ও অবলোকন করিয়া ) হি! হি! হি! ওগো, এই প্রথম মহলে চাদের মত, শাখের মত, মৃণালের মত চকৃচকে, আর চুনকাম-করা ধবধবে সারি-সারি প্রাসাদ দেখছি যে —আবার, নানা প্রকার রত্নে খচিত সোনার সিড়ি ; উপরে স্ফটিকের গবাক্ষ—মনে হচ্চে, যেন চাদ-মুখ বের করে সমস্ত উজ্জয়িনী নগরটিকে দেখচে । আবার শ্রোত্রিয় ব্রাহ্মণের মত দিব্যি আরামে বসে’ দেীবারিক নিদ্রা যাচ্চে । এই কাক-গুল দেখচি দই-ভাতের লোভে বলি-দ্রব্য চুন-ছিটােনো মনে করে আর খাচ্চে না । তার পর, কোথায় যেতে হবে বল । तूं] –ह्रिङौझ भश्ल । দাসী –আস্বন মশায়, এই দুয়ের মহলে আসুন । বিদু।—(প্রবেশ ও অবলোকন করিয়া ) হি হি, হি হি –ওগো এই দ্বিতীয় মহলে তো দেখচি–ঘাস-ভূষি-খেয়ে-সুপুষ্ট শিঙ্গে-তেলমাখানে গাড়ি টানবার বলদ । আর এই দুইটির মধ্যে একটি মহিষ অপমানিত সৎকুলোৎপন্ন ব্যক্তির মত ক্টোস-ফোস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলচে । এ দিকে আবার, যুদ্ধ-বিরত মল্লের মত মেষের ঘাড় মোলে দিচ্চে। ওদিকে অশ্বদের কেশ-রচনা হচ্চে। অশ্বশালায় একটা বানর চোরের মত আষ্টে-পৃষ্টে বাধা । এ দিকে আবার মাহতরা তেলেমাখা ভাতের পিণ্ডি হাতিকে দিচ্চে । তার পর কোথার যেতে হবে বল । দাসী –আমুন মশায়—এই তিনের মহলে আমুন।
পাতা:মৃচ্ছকটিক.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।