# बूथानिमौ ٤. د এই বলিয়া মহিষী রাজার অীেত হন্ত ধারণ করিয়া খিড়কিষারপাখ বর্ণগ্রাম যাত্রা করিলেন। সেই রাজকুলকলঙ্ক, অসমর্থ রাজার সঙ্গে গৌড়রাজ্যের রাজলক্ষ্মীও যাত্রা করিলেন । ষোড়শ সহচর লইয়া মৰ্কটাকার বখতিয়ার খিলিজি গৌড়েশ্বরের রাজপুরী অধিকার করিল। • যষ্টি বৎসর পরে ঘবন-ইতিহাসবেত্ত মিনহাজ উদ্দীন এইরূপ লিখিয়াছিলেন। ইহার কতদূর সত্য, কতদূর মিথ্যা, তাহ কে জানে? যখন ময়ূন্যের লিখিত চিত্রে সিংহ পরাজিত, মমুক্ত সিংহের অপমানকৰ্ত্ত স্বরূপ চিত্রিত হইয়াছিল, তখন সিংহের হস্তে চিত্রফলক দিলে কিরূপ চিত্র লিখিত হইত। ময়ূন্য মূষিকতুল্য প্রতীয়মান হইত সন্দেহ নাই। মন্দভাগিনী বঙ্গভূমি সহজেই দুর্বল, আবার তাহাতে শক্রহস্তে চিত্রফলক। পৃঞ্চম পরিচ্ছেদ छांल झिड़िल গৌড়েশ্বরপুরে অধিষ্ঠিত হইয়াই বখতিয়ার খিলিজি ধৰ্ম্মাধিকারের নিকট দৃত প্রেরণ করিলেন । ধৰ্ম্মাধিকারের সহিত সাক্ষাতের অভিলাষ জানাইলেন । র্তাহার সহিত যবনের সন্ধিনিবন্ধন হইয়াছিল, তাহার ফলোৎপাদনের সময় উপস্থিত । পশুপতি ইষ্টদেবীকে প্রণাম করিয়া, কুপিতা মনোরমার নিকট বিদায় লইয়া, কদাচিৎ উল্লসিত—কদাচিৎ শঙ্কিত চিত্ত্বে যবনসমীপে উপস্থিত হইলেন। বখতিয়ার খিলিজি গাত্ৰোখান করিয়া সাদরে তাহার অভিবাদন করিলেন এবং কুশল জিজ্ঞাসা করিলেন । পশুপতি রাজভৃত্যবর্গের রক্তনদীতে চরণ প্রক্ষালন করিয়া আসিয়াছেন, সহসা কোন উত্তর দিতে পারিলেন না। বখতিয়ার খিলিজি তাছার চিত্তের ভাব বুঝিতে পারিয়া কহিলেন, “পণ্ডিতবর। রাজসিংহাসন আরোহণের পথ কুম্বমাবৃত নহে। এ পথে চলিতে গেলে, বন্ধুবর্গের অস্থিমুণ্ড সৰ্ব্বদা পদে বিদ্ধ হয়।” পশুপতি কছিলেন, “সত্য। কিন্তু যাহার বিরোধ, তাহাদিগেরই বধ আবশুক । हेशंद्रा निर्दिषtब्रांशौ *
পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।