পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBBB BBB DBBB BBB DDDS DDDD DDD BBBS BB BBBB ডুবিয়া ধরিয়াছি। তিনি জামাকে জীবিত দেখিয়া এতই আঙ্কাদিত হইলেন যে, জায় কোন কথাতেই অসন্তুষ্ট হইলেন না । আমি যাহা বলিলাম, তাহাতেই স্বীকৃত হইলেন। তিনিই কন্যা সম্প্রদান করিলেন । বিবাহের পর মাসীর সঙ্গে বাপের বাড়ী গেলাম। সকল সত্য বলিয়া কেবল বিবাহের কথা লুকাইলাম। আমি, হেমচন্দ্র, দিগ্বিজয়, কুলপুরোহিত আর অরুন্ধতী মাসী ভিন্ন এ বিবাহ আর কেহ জানিত না। অদ্য फूमि छानिएन । গি। মাধবাচাৰ্য্য জানেন না ? মৃ। না, তিনি জানিলে সৰ্ব্বনাশ হইত। মগধরাজ তাহা হইলে অবশ্ব শুনিতেন । আমার বাপ বৌদ্ধ, মগধরাজ বৌদ্ধের বিষম শত্রু । গি। ভাল, তোমার বাপ যদি তোমাকে এ পর্য্যন্ত কুমারী বলিয়া জানিতেন, তবে এত বয়সেও তোমার বিবাহ দেন নাই কেন ? - মৃ। বাপের দোষ নাই। তিনি অনেক যত্ন করিয়াছেন, কিন্তু বৌদ্ধ স্বপাত্র পাওয়া সুকঠিন ; কেন না, বৌদ্ধধৰ্ম্ম প্রায় লোপ হইয়াছে। পিতা বৌদ্ধ জামাতা চাহেন, অথচ সুপাত্রও চাহেন । এরূপ একটি পাওয়া গিয়াছিল, সে আমার বিবাহের পর । বিবাহের দিন স্থির হইয়া সকল উদ্যোগও হইয়াছিল। কিন্তু আমি সেই সময়ে জ্বর করিয়া বসিলাম। পাত্র অন্যত্র বিবাহ করিল। গি। ইচ্ছাপূৰ্ব্বক জর করিয়াছিলে ? স্ব। ই, ইচ্ছাপূর্বক । আমাদিগের উদ্যানে একটা কুয়া আছে, তাহার জল কেহ স্পর্শ করে না । তাহার পানে বা স্নানে নিশ্চিত জ্বর। আমি রাত্রিতে গোপনে সেই জলে স্নান করিয়াছিলাম । গি। আবার সম্বন্ধ হইলে, সেইরূপ করিতে ? মু । সন্দেহ কি ? নচেৎ হেমচন্দ্রের নিকট পলাইয়া যাইতাম । গি । মথুরা হইতে মগধ এক মাসের পথ। স্ত্রীলোক হইয়া কাহার সহায়ে পলাইতে ? স্ব। আমার সহিত সাক্ষাতের জন্ত হেমচন্দ্র মথুরায় এক দোকান করিয়া আপনি তথায় রত্নদাস বণিক্‌ বলিয়া পরিচিত হইয়াছিলেন। বৎসরে একবার করিয়া তথায়