পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

सिब्रामर्थ ذالا - M DDBBB BBBBBS SBBBS BBBB DD DS DDBBBBB BBBB BBB হইবার নহে। আমি যখন গণনা করিয়াছি যে, যবন পরাভূত হইবে, তখন নিশ্চয়ই জানিও, তাহার পরাভূত হইবে। যবনের নবদ্বীপ অধিকার করিয়াছে বটে, কিন্তু নবদ্বীপ ত গৌড় মন্থে। প্রধান রাজা সিংহাসন ত্যাগ করিয়া পলায়ন করিয়াছেন। কিন্তু এই গৌড় রাজ্যে অনেক করপ্রঙ্গ রাজা আছেন ; তাহারা ত এখনও বিজিত হয়েন নাই। কে জানে যে, সকল রাজা একত্র হইয়া প্রাণপণ করিলে, যবন বিজিত না হইবে ?” হেমচন্দ্র কহিলেন, “তাহার অল্পই সম্ভাবনা ।” মাধবাচাৰ্য্য কহিলেন, “জ্যোতিষী গণনা মিথ্যা হইবার নহে ; অবশু সফল হইবে। তবে আমার এক ভ্রম হইয়া থাকিবে। পূৰ্ব্বদেশে যবন পরাভূত হইবে—ইহাতে আমরা নবদ্বীপেই যবন জয় করিবার প্রত্যাশা করিয়াছিলাম। কিন্তু গৌড়রাজ্য ত প্রকৃত পূৰ্ব্ব নহে—কামরূপই পূৰ্ব্ব । বোধ হয়, তথায়ই আমাদিগের আশা ফলবতী হইবে।” হে । কিন্তু এক্ষণে ত যবনের কামরূপ যাওয়ার কোন সম্ভাবনা দেখি না। ম। এই যবনের ক্ষণকাল স্থির নহে। গৌড়ে ইহার স্বস্থির হইলেই কামরূপ আক্রমণ করিবে । হে । তাহাও মানিলাম। এবং ইহার যে কামরূপ আক্রমণ করিলে পরাজিত হইবে, তাহাও মানিলাম। কিন্তু তাহা হইলে আমার পিতৃরাজ্য উদ্ধারের কি সন্ধুপায় হইল ? ম। এই যবনের এ পর্য্যন্ত পুনঃপুং জয়লাভ করিয়া অজেয় বলিয়। রাজগণমধ্যে প্রতিপন্ন হইয়াছে। ভয়ে কেহ তাহাদের বিরোধী হইতে চাহে না। তাহার একবার মাত্র পরাজিত হইলে, তাহাদিগের সে মহিমা আর থাকিবে না। তখন ভারতবর্ষীয় তাবৎ আৰ্য্যবংশীয় রাজারা ধৃতাস্ত্র হইয়া উঠিবেন। সকলে এক হইয়া অস্ত্ৰধারণ করিলে যবনের কত দিন তিষ্ঠিবে ? হে ৷ গুরুদেব ! আপনি আশামাত্রের আশ্রয় লইতেছেন ; আমিও তাঁহাই করিলাম। এক্ষণে আমি কি করিব—আজ্ঞা করুন । ম। আমিও তাহাই চিন্তা করিতেছিলাম। এ নগরমধ্যে তোমার আর অবস্থিতি করা অকৰ্ত্তব্য ; কেন না, যবনের তোমার মৃত্যুসাধন সঙ্কল্প করিয়াছে। আমার আজ্ঞা— তুমি অষ্ঠই এ নগর ত্যাগ করিবে । হে। কোথায় याँझेय ?