পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভিন্ন সংস্করণে মৃণালিনীর পাজে মৃণালিনী বঙ্কিমচন্দ্র লিখিত তৃতীয় সম্পূর্ণ বাংলা উপন্যাস, ১৮৬৯ খ্ৰীষ্টাম্বের নবেম্বর মাসে উহার ৪১ বৎসর বয়সে প্রকাশিত। এই বয়সে বঙ্কিমচন্দ্র অত্যন্ত জনৰিea_ পুরাতনকে ভাঙিয়া-চুরিয়া নূতনকে গড়িয়া তুলিবার আয়োজন ভিতরে ভিতরে চলিতেছে ; বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের স্বপ্ন দেখিতেছেন। ফলে মৃণালিনীর উপর ধাক্কাটা একটু অধিক পড়িয়াছে। বস্তুতঃ এইটিই বঙ্কিমচন্দ্রের পরবর্তী কালে সৰ্ব্বাপেক্ষ অধিক পরিবর্তিত রচনা। ১ম সংস্করণে ব্যবহৃত কঠিন সংস্কৃতমূলক সাধুভাষাকে ভাঙিয়া ভাঙিয়া সহজ প্রাকৃত ভাষায় পরিবর্তিত করার পরীক্ষাগার-রূপে বঙ্কিমচন্দ্ৰ যেন মৃণালিনী'কে ব্যবহার করিয়াছেন। সেদিক দিয়া মৃণালিনী’র বিভিন্ন সংস্করণের তুলনামূলক আলোচনা শিক্ষাপ্রদ ও কৌতুককর; তিনি যে ধীরে ধীরে সহজ চলতি ভাষার দিকে ঝোক দিতেছিলেন, মৃণালিনীর পরিবর্তন হইতে তাহ প্রমাণ করা যায়। প্রথম সংস্করণে মৃণালিনী প্রথম খণ্ড—৮, দ্বিতীয় খণ্ড —১২, তৃতীয় খণ্ড–১•, চতুর্থ খণ্ড—১৫ ও পরিশিষ্ট্র—১, মোট ৪৬ পরিচ্ছেদে বিভক্ত ছিল। চতুর্থ খণ্ডের “তৃতীয় পরিচ্ছেদে’র পরই ভ্রমক্ৰমে “পঞ্চম পরিচ্ছেদ” মুদ্রিত হওয়াতে প্রথম সংস্করণে চতুর্থ খণ্ডের পরিচ্ছেদ-সংখ্যা দাড়াইয়াছে ১৬। দ্বিতীয় সংস্করণেও প্রথম সংস্করণের ভুল সহ অনুরূপ পরিচ্ছেদ-বিভাগ ছিল। পরবর্তী সংস্করণগুলিতে প্রথম খণ্ড–৬ দ্বিতীয় খণ্ড—১২, তৃতীয় খণ্ড-১, চতুর্থ খণ্ড–১৫ ও পরিশিষ্ট্র—১, মোট ৪৪টি পরিচ্ছেদ। প্রথম খণ্ডের ১ম ও ২য় পরিচ্ছেদ পরবর্তী সংস্করণগুলিতে বাদ পড়িয়াছে। বঙ্কিমচন্ত্রের জীবিতকালে মৃণালিনী'র দশটি সংস্করণ হইয়াছিল। যথা, ১ম–১৮৯ *. २8* १ २ग्न-s४१s, १. २83 १ ७ब्र-$४१8, शृ. 8x¢ ; 8र्थ-$v१४ ; ¢भ-$wr०, داده بود و در مارس ۹ ; دهد پرداد-ف : دهد؟ ৯ম-১৮৯৯, পৃ. ২১৫ ও *०भ-svse, गूं. २४v । श्रांभद्रां $भ, २ङ्ग, १भ, vश, २भ ७ ••भ "পের পাঠ মিলাইয়াছি। পাঠভেদে শুধু ১ম ও ১০ম সংস্করণ ব্যবহৃত হইতেছে। * "কলের ১ম খণ্ডের ৩য় পরিচ্ছেদ ১০ম সংস্করণের ১ম খণ্ডের ১ম পরিচ্ছেদ হইয়াছে। ইলিনীতে পাঠ পরিবর্তন, পরিবর্জন ও সংশোধন এত বেণী যে সবগুলি লিপিবদ্ধ করিলে একটি স্বতন্ত্র পুস্তক হয় । জামরা মোটামুটি অপেক্ষাকৃত উল্লেখযোগ্য পরিবর্তন ও "** निगमि । दरियल्क अवश इंहे नकद्राभद्र “श्रब* e“रब” इरण भद्रदउँ "°ीब्र गर्सीज"क्लबक” ७°(गोखुं’ शबहान्न कब्रिाइन। - . ു.