ভিখারিণী $ মৃণালিনী কছিলেন, “সই, কোথায় গান করিতেছে ?” মণিমালিনী কহিলেন, “বাহির বাড়ীতে গায়িতেছে ।” গায়ক গায়িতে লাগিল ।
- কহ লো নাগরি, গেহ পরিহরি,
কাহে বিবাসিনী—রে।” মৃ। সখি ! কে গায়িতেছে জান ? মণি । কোন ভিখারিণী হইবে । আবার গীত । “বৃন্দাবনধন, গোপিনীমোহন, কাহে তু তেয়াগী,—রে ; দেশ দেশ পর, সে শ্যামসুন্দর, ফিরে তুয়া লাগি—রে ।” মৃণালিনী বেগের সহিত কহিলেন, “সই ! সই। উহাকে বাটীর ভিতর ডাকিয়৷ আন ।” মণিমালিনী গায়িকাকে ডাকিতে গেলেন । ততক্ষণ সে গায়িতে লাগিল । “বিকচ নলিনে, যমুনা-পুলিনে, বহুত পিয়াসী-- রে । চন্দ্রমাশালিনী, যা মধু্যামিনী, না মিটল আশা—রে। স নিশা—সমরি—” এমন সময়ে মণিমালিনী উহাকে ডাকিয়া বাটীর ভিতর আনিলেন । সে অন্তঃপুরে আসিয়া পূৰ্ব্ববৎ গায়িতে লাগিল। “সা নিশা সমরি, কহ লো সুন্দরি, কাহা মিলে দেখা—রে। শুনি যাওয়ে চলি, বাজয়ি মুরলী, বনে বনে একা—রে *ি মৃণালিনী তাহাকে কহিলেন, “তোমার দিব্য গল, তুমি গীতটি আবার গাও।”