লুব্ধ $4 তাহার উদেশে গেলাম। র্তাহার সাক্ষাৎ পাইলাম না । শুনিলাম তিনি সন্ধ্যাকালে নবদ্বীপ যাত্রা করিয়াছেন।” মৃ। নবদ্বীপ ? গি । নবদ্বীপ । মৃ। সন্ধ্যাকালেই ? গি। সন্ধ্যাকালেই। শুনিলাম তাহার গুরু আসিয়া তাহাকে সঙ্গে k গিয়াছেন। * C བ་ངེས་སོ། ། - মৃ। মাধবাচাৰ্য্য ! মাধবাচাৰ্য্যই আমার কাল। " •~్య পরে অনেকক্ষণ চিন্তা করিয়া মৃণালিনী কহিলেন, “গিরিজায়, তুমি বিদায় হও । আর আমি ঘরের বাহিরে থাকিব না।” গিরিজায়া কহিল, “আমি চলিলাম।” এই বলিয়া গিরিজায় বিদায় হইল। তাহার মৃদু মৃদু গীতধ্বনি শুনিতে শুনিতে মৃণালিনী গৃহমধ্যে পুনঃপ্রবেশ করিলেন। মৃণালিনী বাটীর মধ্যে প্রবেশ করিয়া যেমন দ্বার রুদ্ধ করিবার উদ্যোগ করিতেছিলেন, অমনি পশ্চাৎ হইতে কে আসিয়া তাহার হাত ধরিল। মৃণালিনী চমকিয়া উঠিলেন। হস্তরোধকারী কহিল, “তবে সাধিব । এইবার জালে পড়িয়াছ। অনুগৃহীত ব্যক্তিটা কে শুনিতে পাই না ?” মৃণালিনী তখন ক্রোধে কম্পিত৷ ইয়া কহিলেন, “ব্যোমকেশ । ব্রাহ্মণকুলে পাষণ্ড । হাত ছাড় ।” ব্যোমকেশ হৃষীকেশের পুত্র। এ ব্যক্তি ঘোর মূর্খ এবং শরিত্র। সে মৃণালিনীর প্রতি বিশেষ অনুরক্ত হইয়াছিল, এবং স্বাভিলাষ পুরণের অন্ত কোন সম্ভাবনা নাই জানিয়া লিপ্রকাশে কৃতসঙ্কল্প হইয়াছিল। কিন্তু মৃণালিনী মণিমালিনীর সঙ্গ প্রায় ত্যাগ করিতেন Iা, এ জন্য ব্যোমকেশ এ পর্য্যন্ত অবসর প্রাপ্ত হয় নাই । মৃণালিনীর ভৎসনায় ব্যোমকেশ কহিল, “কেন হাত ছাড়িব ? হাতছাড়া কি করতে আছে ? ছাড়াছাড়িতে কাজ কি, ভাই ? একটা মনের দুঃখ বলি, আমি কি মুক্ত নই? যদি একের মনোরঞ্জন করিয়াছ, তবে অপরের পার না ?” মৃ। কুলাঙ্গার । যদি না ছাড়িবে, তবে এখনই ডাকিয়া গৃহস্থ সকলকে *ाहेव । ব্যো। উঠাও। আমি কহিব অভিসারিকাকে ধরিয়াছি। 8
পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।