-----. - হেমন্ত্ৰ উহ শুনি ক্ষতি হইলেন। दिzयन्नना कब्रिहनन cय, अहे वृइ९ छदश्न আমাদিগের উভয়েরই স্থান হইতে পারে । ব্ৰাহ্মণ কেন নিরাশ্রয় হইবেন ? হেমচন্দ্র দিগ্বিজয়কে আজ্ঞা করিলেন, “ব্ৰাহ্মণকে গৃহত্যাগ করিতে নিবারণ কর । তৃত্য ঈষৎ .*.*** ' * : হাস্ত করিয়া কহিল, “এ কার্য ভৃত্য দ্বারা সম্ভবে না। ব্রাহ্মণঠাকুর আমার কথা । কাণে তুলেন না।” ব্রাহ্মণ বস্তুতঃ অনেকেরই কথা কাণে তুলেন না—কেন না, তিনি বধির । হেমচন্দ্র ভাবিলেন, ব্রাহ্মণ অভিমান প্রযুক্ত ভূত্যের আলাপ গ্রহণ করেন না। এজন্য স্বয়ং তৎসম্ভাষণে গেলেন । ব্রাহ্মণকে প্রণাম করিলেন । জনাৰ্দ্দন আশীৰ্ব্বাদ করিয়া জিজ্ঞাসা করিলেন, “তুমি কে ?” হে । আমি আপনার ভূত্য । জ। কি বলিলে—তোমার নাম রামকৃষ্ণ ? হেমচন্দ্র অনুভব করিলেন, ব্রাহ্মণের শ্রবণশক্তি বড় প্রবল নহে। অতএব উচ্চতরস্বরে কহিলেন, “আমার নাম হেমচন্দ্র। আমি ব্রাহ্মণের দাস।” জ। ভাল ভাল ; প্রথমে ভাল শুনিতে পাই নাই, তোমার নাম হনুমান দাস। হেমচন্দ্র মনে করিলেন, “নামের কথা দূর হউক। কাৰ্য্যসাধন হইলেই হইল।” বলিলেন, “নবদ্বীপাধিপতির এই অট্টালিকা, তিনি ইহা আমার বাসের জন্য নিযুক্ত করিয়াছেন । শুনিলাম আমার আসায় আপনি স্থান ত্যাগ করিতেছেন।” জ। না, এখনও গঙ্গাস্নানে যাই নাই ; এই স্বানের উদ্যোগ করিতেছি। হে। ( অত্যুচ্চৈঃস্বরে ) স্নান যথাসময়ে করিবেন। এক্ষণে আমি এই অম্বুরোধ করিতে আসিয়াছি যে, আপনি এ গৃহ ছাড়িয়া যাইবেন না । জ। গৃহে আহার করিব না ? তোমার বাটতে কি ? আস্ত শ্ৰান্ধ ? হে। ভাল ; আহারাদির অভিলাষ করেন, তাহারও উদ্যোগ হইবে। এক্ষণে যেরূপ এ বাড়ীতে অবস্থিতি করিতেছেন, সেইরূপই করুন। জ। ভাল ভাল ; ব্রাহ্মণভোজন করাইলে দক্ষিণ ত আছেই। তা বলিতে হইবে না । তোমার বাড়ী কোথা ? হেমচন্দ্র হতাশ্বাস হইয়া প্রত্যাবর্তন করিতেছিলেন, এমম সময়ে পশ্চাৎ হইতে কে র্তাহার উত্তরীয় ধরিয়া টানিল। হেমচন্দ্র ফিরিয়া দেখিলেন। দেখিয়া প্রথম মুহূর্তে র্তাহার বোধ হইল, সম্মুখে একখানি কুমুমনির্মিত দেবীপ্রতিম। দ্বিতীয় মুহূর্তে দেখিলেন,
পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।