পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-----. - হেমন্ত্ৰ উহ শুনি ক্ষতি হইলেন। दिzयन्नना कब्रिहनन cय, अहे वृइ९ छदश्न আমাদিগের উভয়েরই স্থান হইতে পারে । ব্ৰাহ্মণ কেন নিরাশ্রয় হইবেন ? হেমচন্দ্র দিগ্বিজয়কে আজ্ঞা করিলেন, “ব্ৰাহ্মণকে গৃহত্যাগ করিতে নিবারণ কর । তৃত্য ঈষৎ .*.*** ' * : হাস্ত করিয়া কহিল, “এ কার্য ভৃত্য দ্বারা সম্ভবে না। ব্রাহ্মণঠাকুর আমার কথা । কাণে তুলেন না।” ব্রাহ্মণ বস্তুতঃ অনেকেরই কথা কাণে তুলেন না—কেন না, তিনি বধির । হেমচন্দ্র ভাবিলেন, ব্রাহ্মণ অভিমান প্রযুক্ত ভূত্যের আলাপ গ্রহণ করেন না। এজন্য স্বয়ং তৎসম্ভাষণে গেলেন । ব্রাহ্মণকে প্রণাম করিলেন । জনাৰ্দ্দন আশীৰ্ব্বাদ করিয়া জিজ্ঞাসা করিলেন, “তুমি কে ?” হে । আমি আপনার ভূত্য । জ। কি বলিলে—তোমার নাম রামকৃষ্ণ ? হেমচন্দ্র অনুভব করিলেন, ব্রাহ্মণের শ্রবণশক্তি বড় প্রবল নহে। অতএব উচ্চতরস্বরে কহিলেন, “আমার নাম হেমচন্দ্র। আমি ব্রাহ্মণের দাস।” জ। ভাল ভাল ; প্রথমে ভাল শুনিতে পাই নাই, তোমার নাম হনুমান দাস। হেমচন্দ্র মনে করিলেন, “নামের কথা দূর হউক। কাৰ্য্যসাধন হইলেই হইল।” বলিলেন, “নবদ্বীপাধিপতির এই অট্টালিকা, তিনি ইহা আমার বাসের জন্য নিযুক্ত করিয়াছেন । শুনিলাম আমার আসায় আপনি স্থান ত্যাগ করিতেছেন।” জ। না, এখনও গঙ্গাস্নানে যাই নাই ; এই স্বানের উদ্যোগ করিতেছি। হে। ( অত্যুচ্চৈঃস্বরে ) স্নান যথাসময়ে করিবেন। এক্ষণে আমি এই অম্বুরোধ করিতে আসিয়াছি যে, আপনি এ গৃহ ছাড়িয়া যাইবেন না । জ। গৃহে আহার করিব না ? তোমার বাটতে কি ? আস্ত শ্ৰান্ধ ? হে। ভাল ; আহারাদির অভিলাষ করেন, তাহারও উদ্যোগ হইবে। এক্ষণে যেরূপ এ বাড়ীতে অবস্থিতি করিতেছেন, সেইরূপই করুন। জ। ভাল ভাল ; ব্রাহ্মণভোজন করাইলে দক্ষিণ ত আছেই। তা বলিতে হইবে না । তোমার বাড়ী কোথা ? হেমচন্দ্র হতাশ্বাস হইয়া প্রত্যাবর্তন করিতেছিলেন, এমম সময়ে পশ্চাৎ হইতে কে র্তাহার উত্তরীয় ধরিয়া টানিল। হেমচন্দ্র ফিরিয়া দেখিলেন। দেখিয়া প্রথম মুহূর্তে র্তাহার বোধ হইল, সম্মুখে একখানি কুমুমনির্মিত দেবীপ্রতিম। দ্বিতীয় মুহূর্তে দেখিলেন,