পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতিমা সন্ধীৰু তৃতীয় মুহূর্তে দেখিলেন প্রতিমা নহে, বিধাতার নির্মাণকৌশলসীমা-রূপিণী বালিক অথবা পূর্ণযৌবন তরুণী। বালিকান তরুণী । ইহা হেমচন্দ্র তাহাকে দেখিয় নিশ্চিত করিতে পারিলেন না। বীশানিন্দিতস্বরে সুন্দরী কহিলেন, “তুমি পিতামহকে কি বলিতেছিলে ? তোমঃ কথা উনি শুনিতে পাইবেন কেন ?” * * சி হেমচন্দ্র কছিলেন, “তাহ ত পাইলেন না দেখিলাম। তুমি কে ?” * বালিক বলিল, “আমি মনোরম৷ ” .হে । ইনি তোমার পিতামহ ? মনে । তুমি পিতামহকে কি বলিতেছিলে ? - হে। শুনিলাম ইনি এ গৃহ ত্যাগ করিয়া যাইবার উদ্যোগ করিতেছেন। আমি তাই নিবারণ করিতে আসিয়াছি। ম। এ গৃহে এক রাজপুত্র আসিয়াছেন। তিনি আমাদিগকে থাকিতে দিবেন :: £कन ? ** 。 - হে। আমিই সেই রাজপুত্র। আমি তোমাদিগকে অনুরোধ করিতেছি, তোমরা এখানে থাক । ... " ম। কেন ? * এ 'কেন'র উত্তর নাই। হেমচন্দ্র অন্ত উত্তর না পাইয়া কহিলেন, “কেন ? মনে কর, যদি তোমার ভাই আসিয়া এই গৃহে বাস করিত, সে কি তোমাদিগকে ভাড়াইয়। ম। তুমি কি আমার ভাই ? ছে। আজি হইতে তোমার ভাই হইলাম। এখন বুৰিলে ? ম। বুৰিয়াছি। কিন্তু ভগিনী বলিয়া আমাকে কখন তিরস্কার করিবে না ত? হেমচন্দ্র মনোরমার কথার প্রণালীতে চমৎকৃত হইতে লাগিলেন । ভাবিলেন, “এ কি অলৌকিক সরলা বালিকা? না উন্মাদিনী ?” কহিলেন, “কেন তিরস্কার কৰি ?” ম। যদি আমি দোষ করি ? ছে। দোষ দেখিলে কে না তিরস্কার করে ? - মনোরম ক্ষুন্নভাবে দাড়াইয়া রছিলেন, বলিলেন, “আমি কখন ভাই দেখি নাই ; ভাইকে কি লজ করিতে হয় ?” 1- . . . . .