পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

学、 -- lD DDDBB BBBB DDB BS BBBBS BBS BBBBBS DBBDDeS মনোরম কহিল,"আমি এখানে অনেকবার আসি—কিন্তু তুমি এখানে কেন । - হেম । জামার কৰ্ম্ম আছে। 、擎。 মনে । এ রাত্রে কি কৰ্শ্ব ? হেম । পশ্চাৎ বলিব ; তুমি এ রাত্রে এখানে কেন ? মনে । তোমার এ বেশ কেন ? হাতে শূল ; কাকালে তরবারি; তরবারে এ কি জ্বলিতেছে ? এ কি হীরা ? মাথায় এ কি ? ইহাতে ঝঙ্কমক করিয়া জ্বলিতেছে, এই বা কি ? এও কি হীরা ? এত হীরা পেলে কোথা ? হেম । আমার ছিল । মনে । এ রাত্রে এত হীরা পরিয়া কোথায় যাইতেছ ? চোরে যে কাড়িয়া লইবে ? হেম । আমার নিকট হইতে চোরে কাড়িতে পারে না। মনো। তা এত রাত্রে ঐত অলঙ্কারে প্রয়োজন কি ? তুমি কি বিবাহ করিতে যাইতেছ ? হেম। তোমার কি বোধ হয়, মনোরমা ? মনে । মানুষ মারিবার অন্ত্র লইয়া কেহ বিবাহ করিতে যায় না। তুমি যুদ্ধে যাইতেছ। হেম । কাহার সঙ্গে যুদ্ধ করিব ? তুমিই বা এখানে কি করিতেছিলে ? মনে। স্নান করিতেছিলাম। স্নান করিয়া বাতাসে চুল শুকাইতেছিলাম। এই দেখ, চুল এখনও ভিজা রহিয়াছে। এই বলিয়া মনোরম আর্ক্স কেশ হেমচন্দ্রের হন্তে স্পর্শ করাইলেন। হেম । রাত্রে স্বান কেন ? মনো । আমার গা জালা করে। হেম । গঙ্গাস্নান না করিয়া এখানে কেন ? মনে । এখানকার জল বড় শীতল। হেম । তুমি সৰ্ব্বদা এখানে আইস ?