” | - a হেমচন্দ্ৰ হাসিয়া কছিলেন, “তোমার লজ্জা নাই—তুমি কালামুখী |" মনে। তিরস্কার কর কেন ? তুমি যে বলিয়াছিলে, তিরস্কার করিবে না। হেম। সে অপরাধ লইও না। এখান দিয়া কাহাকেও যাইতে দেখিয়াছ ? মনে । দেখিয়াছি। হেম। তাহার কি বেশ ? মনে । তুরকের বেশ । হেমচন্দ্র অত্যন্ত বিস্মিত হইলেন ; বলিলেন, “সে কি ? তুমি তুরক চিনিলে কি প্রকারে ?” মনো। আমি পুৰ্ব্বে তুরক দেখিয়াছি। হেম। সে কি ? কোথায় দেখিলে ? মনো। যেখানে দেখি ন—তুমি কি সেই তুরকের অনুসরণ করিবে ? হেম । করিব—সে কোন পথে গেল ? মনে । কেন ? হেম । তাহাকে বধ করিব । মনো। মামুষ মেরে কি হবে ? হেম। তুরক আমার পরম শত্রু। মনো। তবে একটি মারিয়া কি তৃপ্তি লাভ করিবে ? হেম। আমি যত তুরক দেখিতে পাইব, তত মারিব। মনো। পারিবে ? হেম । পারিব । মনোরম বলিল, “তবে সাবধানে আমার সঙ্গে আইল ।” হেমচন্দ্র ইতস্ততঃ করিতে লাগিলেন। ষবনযুদ্ধে এই বালিকা পথপ্রদর্শিনী ! মনোরম তাহার মানসিক ভাব বুঝিলেন ; বলিলেন, “আমাকে বালিকা ভাবিয়া অৰিশ্বাস করিতেস্থ ?”
- কি গ্ৰন্ধারে জালিবে । | * प्रानj ! : छांt*ां दिदfह हछेक ! ". . .