পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- উনি তোমার কে? । র। তোমার মুখে ছাই, আর মিলে কাজ নাই, আমি কাজে যাই। : - .

  • - :

- এই বলিয়া রত্নময়ী গৃহকৰ্ম্মে গেল। মৃণালিনী এ পর্যন্ত কোন কথা কহেন নাই। । এখন গিরিজায় তাহাকে সম্বোধন করিয়া কহিল, “ঠাকুরাণি, জাগিয়াছ ?” - মৃণালিনী কহিলেন, “জাগিয়াই আছি। জাগিয়াই থাকি।” গি । কি ভাবিতেছিলে ? 3. স্থ । যাহা ভাবি ৷ গিরিজায় তখন গম্ভীরভাবে কহিল, “কি করিব ? আমার দোষ নাই। আমি শুনিয়াছি, তিনি এই নগরমধ্যে আছেন ; এ পর্য্যন্ত সন্ধান পাই নাই। কিন্তু আমরা ত । সবে স্থই তিন দিন আসিয়াছি। শীঘ্ৰ সন্ধান করিব।” । স্থ। গিরিজায়, যদি এ নগরে সন্ধান না পাই ? তবে যে এই পাটনীর গৃহে মৃত্যু , পৰ্যন্ত বাস করিতে হইবে। আমার যে যাইবার স্থান নাই। . মৃণালিনী উপাখানে মুখ লুকাইলেন। গিরিজায়ারও গণ্ডে নীরবক্ষত অঞ্জ বহিতে । লাগিল । - * * এমন সময়ে রত্নময়ী শশব্যস্তে গৃহমধ্যে আসিয়া কহিল, “সই ! সই! দেখিয়৷ যাও। আমাদিগের বটতলায় কে ঘুমাইতেছে। আশ্চৰ্য্য পুরুষ • - গিরিজায়া কুটারদ্বারে দেখিতে আসিল । মৃণালিনীও কুটারদ্বার পর্য্যন্ত আসিয়৷ দেখিলেন। উভয়েই দৃষ্টিমাত্র চিনিল। - সাগর একেবারে উছলিয়া উঠিল। মুণালিনী গিরিজায়াকে আলিঙ্গন করিলেন । গিরিজায়া গায়িল, “কণ্টকে গঠিল বিধি মৃণাল অধমে ।” সেই ধ্বনি স্বপ্লবৎ হেমচন্দ্রের কর্ণে প্রবেশ করিয়াছিল। মৃণালিনী গিরিজায়ার কণ্ঠকছুয়ন দেখিয়া কহিলেন, “চুপ, রাক্ষসী, আমাদিগের দেখা দেওয়া হইবে না, ঐ উনি জাগরিত হইতেছেন। এই অন্তরাল হইতে দেখ, উনি কি করেন। উনি যেখানে যান, অদৃশ্বভাবে দূরে থাকিয়া উহার সঙ্গে যাও –এ কি উহার অঙ্গ রক্তময় দেখিতেছি । কেন ? চল, তবে আমিও সঙ্গে চলিলায়।” । .** . . হেমচন্ত্রের ঘুম ভাঙ্গিয়াছিল। প্রাতঃকাল উপস্থিত দেখিয়া তিনি শূলদণ্ডে ভর করিয়া গাজোখান করিলেন, এবং ধীরে ধীরে গৃহাভিমুখে চলিলেন। . 3> s