উ মৃণালিনীকে বলিব যে, পাখী ছাতছাড়া হয়েছে—রাধাকৃষ্ণ গাম শুনিবে - মাবার বনের পাখী ধরিয়া আন। পড়া পাখীর আশা ছাড়। পিঙ্কর খালি ৪ মা । * ..., প্র । মৰু ভিখারীর মেয়ে । তুই আপনার মনের মত কথা বলিলি। মৃণালিনী রাগ করিয়া পিজরা ভাঙ্গিয়া ফেলে ? উ। ঠিক বলেছিস্ সই ! তা সে পারে। বলা হবে না। প্র । তবে এখানে বসিয়া রৌদ্রে পুড়িয়া মরিস কেন ? উ। বড় মাথা ধরিয়াছে, তাই। এই যে মেয়েট ঘরের ভিতর বসিয়া আছে— য়েট বোব।—নহিলে এখনও কথা কয় না কেন ? মেয়েমামুষের মুখ এখনও ক্ষণেক পরে গিরিজায়ার মনস্কাম সিদ্ধ হইল। হেমচন্দ্রের নিদ্রাভঙ্গ হইল । মনোরম। তাহাকে জিজ্ঞাসা করিলেন, “কেমন, তোমার ঘুম হয়েছে ?” হে। বেশ ঘুম হয়েছে। ম। এখন বল, কি প্রকারে আঘাত পাইলে ? তখন হেমচন্দ্র রাত্রির ঘটনা সংক্ষেপে বিবৃত করিলেন। শুনিয়া মনোরম চিন্ত৷ লাগিল । হেমচন্দ্ৰ কহিলেন, “তোমার জিজ্ঞাস্ত শেখ হইল। এখন আমার কথার উত্তর কালি রাত্রিতে তুমি আমার সঙ্গ পরিত্যাগ করিয়া গেলে যাহা যাহা ঘটিয়াছিল, इब्ल * - মনোরম মৃত্ন মৃত্ন অক্ষুটস্বরে কি বলিল, গিরিজায় তাহ শুনিতে পাইল না । চুপি চুপি কি কথা হইল । গিরিজায়া আর কোন কথা শুনিতে না পাইয় গাত্ৰোখান করিল। তখন পুনৰ্ব্বার rরমালা মনোমধ্যে গ্রস্থিত হইত্তে লাগিল । প্র । কি বুঝিলে ? উ। কয়েকটি লক্ষণ মাত্র। প্র । কি কি লক্ষণ ? - গিরিজায়া অঙ্গুলিতে গণিতে লাগিল, এক—মেয়েটি আশ্চৰ্য্য ক্ষুন্দরী ; আগুনের ব কি গাঢ় থাকে ৷ হই—মনোরম ত হেমচন্দ্ৰৰে ভালবাসে, নহিলে এত যত্ন
পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।