পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমি কি দিলে ? স্ব। আমি এখন আসিয়াছি, তাহ বলিয়াছ। । त्रेि । नff वृ । शिब्रिजघ्नि, इ३ि हेख्दछः कब्रिध्ना छेसब्र निरङइ, cडयाब ब्रूष शकुन । छूबि ৰামার মুখপানে চাহিতে পারিতেছ না। আমি নিশ্চিত বুৰিড়েছি, তুমি কোন অমঙ্গল । সংবাদ আমার নিকট লুকাইতেছ। আমি তোমার কথায় বিশ্বাস করিতে পারিতেছি না। । যাহা থাকে অদৃষ্টে, আমি স্বয়ং হেমচন্দ্রকে দেখিতে যাইব । পার, আমার সঙ্গে আইস, নচেং জামি একাকিনী যাইব । - এই বলিয়া মৃণালিনী অবগুণ্ঠনে মুখাবৃত করিয়া বেগে রাজপথ অতিবাহন করিয়া চলিলেন । शिब्रिजाम्ना ऊँशब्र भकॉकाबिऊ श्ल। किडू जून श्रानिग्ना डाशद्र इख शब्रिग्र। কহিল, “ঠাকুরাণি, ফের ; আমি যাহা লুকাইয়াছি, তাহ প্রকাশ করিতেছি।” মৃণালিনী গিরিজায়ার সঙ্গে সঙ্গে গৃহে ফিরিয়া আসিলেন। তখন গিরিজায় যাহা । যাহা গোপন করিয়াছিল, তাহ সবিস্তারে প্রকাশিত করিল। গিরিজায় হেমচন্দ্রকে ঠকাইয়াছিল ; কিন্তু মৃণালিনীকে ঠকাইতে পারিল না। § অষ্টম পরিচ্ছেদ মৃণালিনীর লিপি মৃণালিনী কছিলেন, “গিরিজায়, তিনি রাগ করিয়া বলিয়া থাকিবেন, উত্তম হুইয়াছে' ; ইহা শুনিয়া তিনি কেনই বা রাগ না করিবেন ?” গিরিজায়ারও তখন সংশয় জঙ্কিল। সে কহিল, “ইহা সম্ভব বটে।” তখন মৃণালিনী কহিলেন, “তুমি এ কথা বলিয়া ভাল কর নাই। এর বিহিত করা উচিত ; তুমি জাহারাদি করিতে ধাও। আমি ততক্ষণ একখানি পত্র লিখিয়া রাখিব । ভূমি খাইবার পর, সেইখানি লইয়। তাছার নিকট যাইবে। }}