घृणाजिब्रो سيفي DB BDD D DD DDBB BDBB D DD BBD DDS DB BBB BBB निक कथा याश्ब्रि कब्रिग्न लहेलाभ-यथन थाभि बलिलांभ ¢ष, श्राभि जकलहे जषजक আছি—তখনই তিনি কথা বলিলেন। মিথ্যা বলিবার উদেশ্ব থাকিলে, বলিতে অনিচ্ছুক হইবেন কেন ? তবে হইতে পারে, হৃষীকেশ উাছার নিকট মিথ্যা ৰলিয়া থাকিবে । কিন্তু হৃষীকেশই বা অকারণে গুরুর নিকট মিথ্যা বলিবে কেন ? আর মৃণালিনীই বা তাহার গৃহ ত্যাগ করিয়া নবদ্বীপে আসিবে কেন ?" - যখন এইরূপ ভাবেন, তখন হেমচত্রের মুখ কালিমাময় হয়, ললাট ঘৰ্ম্মসিক্ত হয় ; তিনি শয়ন ত্যাগ করিয়া উঠিয়া বসেন ; দত্ত্বে অধর দংশন করেন, লোচন আরক্ত এবং বিক্ষরিত হয় ; শূলধারণ জন্ত হস্ত মুষ্টিবদ্ধ হয়। আবার মৃণালিনীর প্রেমময় মুখমণ্ডল মনে পড়ে। অমনি ছিন্নমূল বৃক্ষের স্বায় শয্যায় পতিত হয়েন ; উপাধানে মুখ লুক্কায়িত করিয়া শিশুর ন্যায় রোদন করেন। হেমচন্দ্র ঐরপ রোদন করিতেছিলেন, এমন সময়ে র্তাহার শয়নগৃহের দ্বার উদঘাটিত হইল। গিরিজায় প্রবেশ করিল। হেমচন্দ্র প্রথমে মনে করিলেন, মনোরমাণ তখনই দেখিলেন, সে কুসুমময়ী মূৰ্ত্তি নছে। পরে চিনিলেন যে, গিরিজায়। প্রথমে বিম্মিত, পরে আঙ্কলাদিত, শেষে কৌতূহলাক্রান্ত হইলেন। বলিলেন, “তুমি আবার কেন?” গিরিজায় কহিল, “আমি মৃণালিনীর দাসী। মৃণালিনীকে আপনি ত্যাগ করিয়াছেৰ। কিন্তু আপনি মৃণালিনীর ত্যাজ্য নহেন। সুতরাং আমাকে আবার আসিতে হইয়াছে। আমাকে বেত্ৰাঘাত করিতে সাধ থাকে, করুন। ঠাকুরাণীর জন্য এবার তাহা সহিব, স্থির সঙ্কল্প করিয়াছি।” - & এ তিরস্কারে হেমচন্দ্র অত্যন্ত অপ্রতিভ হইলেন। বলিলেন, “তোমার কোন শঙ্কা নাই। স্ত্রীলোককে আমি মারিব না। তুমি কেন আসিয়াছ ? মৃণালিনী কোথায় । বৈকালে তুমি বলিয়াছিলে, তিনি নবদ্বীপে আসিয়াছেন ; নবদ্বীপে আসিয়াছেন কেন ? আমি তাহার পত্র লা পড়িয়া ভাল করি নাই।” গি। মৃণালিনী নবদ্বীপে আপনাকে দেখিতে জাসিয়াছেন। cश्शकाठब भौग्न रुफेकिठ शहेल। अहे यूनानिनौक डून? बनिग्न भवषानिछ করিয়াছেন ? তিনি পুনরপি গিরিজায়াকে কহিলেন, “মৃণালিনী কোথায় আছেন ?” গি। তিনি আপনার নিকট জন্মের শোধ বিদায় লইতে আসিয়াছেন। সরোবর- . তীরে দঁাড়াইয়া আছেন। আপনি জামুন। ... *
পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।