পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“অচিরে, জলদ, হেরিবে প্রিয়ায় রত নিরন্তর দেব-আরাধনে, কুিংব। মোরে শীর্ণ ভাবি কল্পনায় অাকেঁ সেই ছবি পরম যতনে ; অথবা সম্বোধি মধুরভাষিণী— পিঞ্জর বাসিনী সারিকারে ভনে, ‘ছিলি তুই র্তার বড় সোহাগিনী,— এবে তারে তোর পড়ে কি লো মনে ? ॥২২ “কিংবা সখে, তুমি হেরিবে তথায় মলিন-বসন প্রেয়সী আমার, বীণা ল’য়ে কোলে গায়িবারে চায় মম নাম-গীতি উচ্চ-কণ্ঠে তার ; নয়ন সলিলে ভিজে যায় 'তার', যদিবা মুছিয়া বাধে সযতনে, মুচ্ছ ন ধরিয়া গায়িতে আবার ভুলে পুনঃ পুনঃ পড়ে নাকে মনে ! ॥২৩ দেখিবে প্রিয়তম হয়ত আমার মঙ্গলাকাঙ্ক্ষায় দেবপূজায় রক্ত আছেন কিংবা নির্জনে বসিয়া বিরহে আমি কেমন শীর্ণ হইয়া গিস্কাছি কল্পনায় তাং ভাবিয়া লইয়া অামার সেই শীর্ণ দেহের একথানি প্রতিলিপি অঙ্কিত করিতেছেন ; অথবা খাচার মধু-বচনা সারিক পার্থীটিকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিতেছেন “সারি । প্রিরতম, তোকে বড়ই ভালবাসিতেন,এখন তার কথা তোর মনে পড়ে কি?"২২ অথবা দেখিবে মলিন-বসনা সেই প্রিয়তমা (বিরহে ধোওয়া কাপড় গরিতে নাই “প্রোষিতে মলিনা কৃশ।" ) কোলে বীণা লইয়া উচ্চৈঃস্বরে আমার নামাবলীর গান ধরিয়াছেন ; কিন্তু হায় । আমার নাম স্মরণে চোথে জল উথলিয়া উঠিল, বীণার তার সেই জলে ভিঞ্জিরা গেল ! যদি বা সে জল মুছির তার টানিয়া বঁধিলেন—মুচ্ছনা ধরিয়া আরম্ভ করিলেন (মুচ্ছ না=স খ গ ম প্রভৃতি স্কুর ) আৰার ভুলিয়া গেলেন, পুনরায় চেষ্টা করিলেন, পুনশ্চ ভুলিলেন, গান গাওয়া হইল না। ২৩ ॥