পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ዡ মেদদূষ্ট । “প্রণয়-কুপিতা মুরতি তোমার যদি ধাতুরাগে অ কিয়া শিলায়, যাই লিখিবারে—ছবি আপনার পায়ে ধরি যেন সাধিছে তোমায় ;– ছুটে আসে জল অমনি অ’াখিতে, কিছুই দেখিতে মা পাই তখন, নিষ্ঠুর বিধাতা পারেন সহিতে আমাদের এই ছবিরে মিলন ॥ ৪২ “স্বপ্নদরশনে কতই যতনে প্রিয়তমে, আমি লভিয়া তোমায়, বুকেতে বাধিতে গাঢ়আলিঙ্গনে পসারি আকাশে বাহুযুগ, হায় ! হেরি মোর দশা বনদেবী যত, কাতরে নীরবে করেন রোদন, মুকুতার মত অশ্রুধারা কত তৰু কিসলয়ে পড়ে অগণন ॥ ৪৩ ॥ দর্শন ত্রিবিধ, সাক্ষাৎ দশন, চিত্রে দর্শন ও স্বপ্ন দর্শন। কমর পক্ষে পরীর সহিত সাক্ষাৎ দর্শন ত ঘটিবার কোন উপায় নাই, চিত্রে দর্শন ও স্বপ্নে দর্শনের কথা যথা ক্রমে ৪২শ ও ৪৩শ শ্লোকে বল্পিত হইয়াছে । চক্ষুতে অশ্রুপাত জন্য চিত্র দর্শন ও অসম্ভব এবং স্বপ্ন-দর্শন জন্ত যক্ষ শূন্তে হাত তুলিয়া জালিঙ্গনের অধু করুণ করিতেছে দেখিয়া বন দেবীগণ সমদুঃখে অশ্রুপাত করেন। দিশার শিশির, তাহাদিগেরই অশ্রু ॥ ৪২ ॥ ৪৩ ॥ প্রজাগরাৎখিলীভুতঃস্বপ্নে তন্তীঃ সমাগমঃ । বাষ্পস্ত নদদাত্যেনাংদ্ৰষ্ট চিত্রগতামপি ।