পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন। উপনিষদের উপদেশ প্রথম খণ্ড । ঐকোকিলেশ্বর ভট্টাচাৰ্য্য বিদ্যারত্ন, এম্-এ প্রণীত। ( “জাতীয় শিক্ষাপরিষদ” কর্তৃক পাঠ্যগ্ৰন্থরূপে নিৰ্ব্বাচিত )। এই সুবৃহৎ গ্রন্থে ছান্দোগ্য ও বৃহদারণ্যক উপনিষদ প্রকাশিত হইয়াছে। বিস্তৃত ব্যাখ্যা ও তাৎপৰ্য্য সহ শঙ্কর-ভায্যের অনুবাদ প্রদত্ত হইয়াছে। অবতরণিকায় সংখ্য-বেদান্ত ও বৌদ্ধদৰ্শনের মৌলিক ঐক্য প্রদর্শিত হইয়াছে। মূল্য ২০ মাত্র ; ডাঃ মাঃ 10 মাত্র । সৰ্ব্বত্র প্রচুররূপে প্রশংসিত। খ্রযুক্ত সার গুরুদাস বন্দ্যোপাধ্যায়—“অবতরণিকায় আপনি প্রগাঢ় পাণ্ডিত্যের প্রচুর পরিচয় দিয়াছেন। এরূপ পুস্তক বঙ্গভায় অতি বিরল এবং ইহা বঙ্গ ভযার পুষ্টসাধন ও গৌরব-বদ্ধন করিবে ।” শ্ৰযুক্ত হীরেন্দ্রনাথ দত্ত—“গ্রন্থরচনায় প্রভূত পাণ্ডিত্য ও অধ্যবসায় দেখাইয়াছেন" । মঃ মহোপধtা ক্রযুক্ত কৃষ্ণনাথ দ্যায়পঞ্চানন—“আপনি সৰ্ব্বত্রই এ গ্রন্থ দ্বারা প্রশংসা লাভ করিতে পারিকেন” । ঐযুক্ত প্রমথনাথ তর্কভূষণ—“ভায্যের তাৎপৰ্য্য বর্ণন আপনি বড়ই সুন্দর ভাবে করিয়াছেন। আপনার আবিষ্কৃত পথ বড়ই সুন্দর ও অনুকরণীয়”। এইরূপ বহু প্রশংসা আছে। শিক্ষা-বিভাগের ডাইরেক্টর বাহাদুর গ্রন্থকারকে বিশেষ ভাবে উৎসাহিত করিয়াছেন। দ্বিতীয় খণ্ড যন্ত্রস্থ । ২০১ কর্ণ৪য়ালিস ষ্ট্রট, কলিকাতা, শ্ৰীগুৰুদাস ট্টোপাধ্যায়েঃ এবং কোচবুেহুরে গ্রন্থকারের নিকট প্রাপ্তব্য।