পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেধ ’ “তাপিত-জনের তুমি হে শরণ ; কুবেরের কোপে এ বিরহ হায় ! আমীর বীরতা করিয়া বহন প্রিয়া-পাশে তুমি যাও অলকায় । সেই অলকার চারু উপবনে . চিরসুখে বাস করেন শঙ্কর, র্তার শিরস্থিত শশির কিরণে সুধা-ধবলিত প্রাসাদনিকর ॥৭॥১–৮৷ "হে মেঘ, তুমি তাপিতদিগের আশ্রয়, তাপিতদিগের তাপ তুমি নিবারণ কর। অামি কুবেরের শাপে প্রিয় বিরহ তাপে-তাপিত, তুমি আমাকে শীতল কর। আমার একটা সংবাদ লইয়া আমার প্রিয়তমার নিকট যাও । আমার প্রিয়তম কুবেরের রাজধানী অলকাতে আছেন। সেই অলকানগরীর উপবনে মহাদেব সদাই বাস করেন । অলকার সৌধসমূহ স্বভাবতঃই উজ্জ্বল শ্বেতবর্ণ,- তাহার উপর মহাদেবের শিরস্থ চন্দ্রকিরণ সেই প্রাসাদগুলির উপর পড়িয়া আরও যেন মুধ-ধবলিত করে। সেই অলকায় তুমি যাও। ( ১ ) শরণ = অtশ্রয় । (৮) মধl=চুৰ্ণ ; সুধাধবলিত=চূৰ্ণকাম কর। প্রাসাদ = ধনীজনের-বৃহৎবাস ভবন, অট্টালিক। ।