পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》록 . মেঘদূত । “মানব-বন্দিত রাঘব-চরণ—. $s চিহ্নে স্থশোভিত মেখলা যাহার, তুঙ্গ এই শৈল করি আলিঙ্গন লও হে বিদায় নিকটে ইহার। তব প্রিয়সখ। এই ধরাধর বরবে বরষে ‘তব দরশন লভে যবে, চির বিরহের পর স্নেহ ভরে এর ঝরে নয়ন ॥১২॥১-৮৷

  • এখন এই শৈলরাজকে—এই রামগিরি পর্বতকে—আলিঙ্গন করিয়া শীঘ্র বিদায় লও। এই শৈলরাজ তোমার পরম বন্ধু, বৎসরের পর যখন প্রতি বরষায় তোমার সহিত ইহার মিলন হয়, তথন স্নেহ-ভরে উহার অশ্রুক্ষরণ হয়—অর্থাৎ তোমার স্পর্শে পৰ্ব্বত গাত্রে শিশির বিন্দু মত জলকণা পতিত হয়। এই শৈল অতিশয় পবিত্ৰ ; কারণ উহার প্রতি মেখলায় জগৎপূজ্য রামচন্দ্রের পবিত্র পদচিহ্ন সমূহ বিরাজিত । ( কারণ রামচন্দ্র এই পৰ্ব্বতে সৰ্ব্বদাই আরোহণ অবরোহণ করিতেন )।

২ । মেখলা=এ স্থলে পৰ্ব্বতের সামু । অষ্ঠত্র কটিভূষণ । ७ । ठूत्र=७फ़ । ৬। বরষে বরষে = বৎসরে যৎসরে । ( বর্ষে বর্ষে )। ৭ । স্নেহ= প্রেম, বাৎসল্য । অস্থ্যপক্ষে তৈলান্ধি দ্রব বস্তু ।