পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেধ । • . २३ “অৰ্দ্ধবিকসিত কদম্ব-কুহুমে শোভিছে হরিত কেশর মঞ্জল, ফুটিয়া রয়েছে নিম্নজলাভূমে কন্দলীর চারু মবীৰ মুকুল ; কুরঙ্গের দল এ সব দেখিয়া, দগ্ধ বনে লভি সুরভি আম্ৰাণ, দেখাইবে তুমি কোন পথ দিয়া নব জল ঢালি করেছ পয়ান। ২১ ॥১–৮। “তুমি যেখানে যাইবে সেখানে কদম্বফুল ফুটিবে। কদম্ব ফুলের অৰ্দ্ধ বিকসিত অবস্থায় উহার কেশরগুলির রঙ কোথাও সবুজ কোথাও কপির্শ দেখায়, অতি চমৎকার শোভা হয়। তুমি যেখানে যাইবে— তোমার বৃষ্টি সঞ্চারে সেইখানে নিম্নভূমিভাগে কন্দলী সকলের প্রথম মুকুলোদগম হইবে। দগ্ধবনভূমে তোমার প্রথম বৃষ্টিপাতে সোদাগন্ধ বাহির হইবে । হরিণগুলি এই সব শোভা দেখিয়া ও ভূমির গন্ধ শুকিয়া বেড়াইবে ; মনে হইবে, তুমি কোন পথ দিয়া নূতন জল ঢালিতে ঢালিতে চলিয়া গিয়াছ তাহা সকলকে দেখাইয়া দিতেছে। ২ কেশয়=Flament, কিল্পস্ক, পুষ্পের সুন্ম স্বত্রবৎ পদার্থসমূহ। মঞ্জুল=সুন্দর । 8 । कक्लो-निवौखु ? ৬ । সুরভি= সুগন্ধি ·