পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূর্বমেয। - २é “ভুবন-বিদিত বিদিশা শোভন রাজধানী তার ;–যাইলে তথায়, মিটিবে তোমার বিলাস-বাসনা যত আছে মনে ;. ( কুহিমু তোমায়।) তরঙ্গে বহিছে তথা বেত্রবতী, তটে উৰ্ম্মিবারি স্বনিছে কেমন ! ভ্ৰভঙ্গে অস্ফটে, ডাকিছে যুবতী, (তুমি) জলপান ছলে চুমিবে বদন ॥২৪ ১—৮৷ দশার্ণের রাজধানী বিদিশা । ঐ নগরীর যশ পৃথিবী ব্যাপ্ত। তুমি বিলাসী, সেখানে গেলে তোমার বিলাস-বাসনা সম্যকৃ চরিতাৰ্থ হইবে। সেই বিদিশা নগরী বেত্রবর্তী নদীর উপরে অবস্থিত। বেত্রবর্তী অতিশয় বেগবতী, তাহার জলরাশি তলস্থ উপলে পড়িয়া শদিত হইতেছে, তরঙ্গ ঘুরিয়া ঘুরিয়া যাইতেছে, বোধ হইতেছে যেন সেই নদী (তোমার নায়িকা) অস্কট শব্দে ইঙ্গিত করিয়া, ভ্রভঙ্গী করিয়া, তোমাকে আহবান করিতেছে। তুমি জলপানছলে তাহার মুখ চুম্বন করিবে। তরঙ্গের সহিত ভ্ৰভঙ্গের তুলনা অতি সুন্দর। ৩। উৰ্ম্মি-স্রোত। স্বনিছে=ডাকিছে ।