পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lyக পাওয়া যায়। মেঘদূত পাঠে সহৃদয় ব্যক্তি মাত্রেরই হৃদয় এক অনিৰ্ব্বচনীয় আনন্দরসে প্লাবিত হইয় উঠে। ফলতঃ এরূপ অতুলনীয় অদ্ভুত কাব্য-সৌন্দর্য্যের সৃষ্টিকর্তাকে যে এদেশের লোকে ভারতীর বরপুত্র বলিয়া নির্দেশ করিয়া থাকেন তাহাতে কিছুমাত্র আশ্চর্যের ৰিষয় নাই। " সৌন্দৰ্য্য সাধারণতঃ ই প্রকার, বাহ ও আন্তর। প্রকৃত্তি বাহসৌন্দর্ঘ্যের মহতী সমৃদ্ধিশালিনী রাস্ত্রী। গিরি-দর-গরিতের অনুপম গাম্ভীৰ্য্য, তরুলতাকুসুমের শুধুময় মাধুরী, কোকিলাদি বিহঙ্গমের প্রাণো স্বাদকারী কুজন, এই সকল চক্ষুরাদি ইন্দ্রিয় গ্রাহ বহিঃপ্রকৃত্তির সৌন্দৰ্য্য সাধারণ কাব্যাদিতে প্রতিফলিত দেখিতে পাওয়া যায়; আর মানবহৃদয়ের অতুলনীয় সৌন্দর্য, চিত্তবৃত্তিনিচয়ের বিকাশ হেতু অনুপম মাধুরী-প্রভৃতি আন্তর সৌন্দর্ঘ্যের ও নিদর্শন কাব্যে স্বতন্ত্ৰ ভাবে দৃষ্ট হয়। কিন্তু এই উভয়বিধ সৌন্দর্য্যের একত্র অবিচ্ছেদ্যরূপে—সংমিশ্রণ, প্রাকৃতিক সৌনর্য্যের সহিত আধ্যাত্মিক সৌন্দর্যের, জড় সৌন্দর্য্যের সহিত চিন্ময় সৌন্দর্য্যের একত্র ওতপ্রোতরূপে ঘন এবং একান্ত মিলন কাব্যে নিতান্ত হলত। মেঘদূতে এই উভয়বিধ সৌন্দৰ্য্য বড় কৌশলে, বড় সুন্দরক্ষপে, বড় মধুত্বরূপে মিশিয়াছে। পৃথকৃরূপে উভয়ের পূর্ণ উপভোগ ত আছেই, তাহার উপর উভয় সৌন্দর্যের মিলন হেতু এরূপ এক অদৃষ্টপূৰ্ব্ব অনুভূতপূৰ্ব্ব অভিনব আশ্চৰ্য্য সেনাৰ্য্য ইহাতে উৎপন্ন হইয়াছে যাহাতে মনকে একেবারেই উন্মত্ত করিয়া তুলে। পাঠক, তুমি স্থবিজ্ঞ দার্শনিক পণ্ডিত হও, গম্ভীর স্বভাৰ মহাজ্ঞানী পুরুষ হও, যাহাই কেন হও না-মেঘদূত পাঠগলে ভোৰকে সেই প্রিয়া-বিরহী যক্ষের স্তায় চেতনাচেতনের প্রভেদ ভূমিয়া যাইতে হইবে, তোৰাকেও তাহার ন্যায় পাগল হইতে হইবে।