পাতা:মেঘনাদবধ নাটক.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় অঙ্ক মেঘনাদ বধ নাটক । לל রাগিণী--লুম বিঝিট--তালজত্ব । হেমা, এই মিনতি, হে পাৰ্ব্বতি, তব চরণে । রক্ষকূল বক্ষ সুমতি দিয়ে রাবণে । পুত্ৰে পঠাইতে রণ, রাবণ করেছেন পণ, মাগি ভিক্ষা ঘুচাও সে পণ, হে ত্রিনয়নে ? রামের রণ অনল প্রায়, য়ে যায় না রক্ষাপীয়, সেরণে পুত্রে বিদায়, দিব কেমনে ॥ যদি সেবি তব চরণ, পেয়েছি ম; পুত্র রতন, হয়ে অমলে সেধন, সঁপি কোন প্রাণে । ময়ের এক র ধ্যান করি।--- { ধ্যানে উপবিষ্টা ; } 釜 "মসজিত ও ত্ৰিজট:র প্রবেশ } } وية عتيد ইন্দ্ৰজিত্ব ত্ৰিঞ্জrট ; জননী কি তোমাকে অনেক ক্ষণ পাঠিয়েছেন, "ম’ মাকে দেখন্তে তিমি এত ব্যস্ত হয়েছেন কেম ১ এমনৃ ত উকে কখনই দেখিনাই ! ত্ৰিজট । রাজকুমার ; দেবী যে তোমাকে দেখতে কত বাস্ত হয়েছেন তা কি বোল বে। বীরবাহুর মৃত্যুর সংবাদ আসার পর যখন শুনেছেন যে, মহারাজ। তোমাকে সেনাপতি পদে অভিষেক কোর বেম, সেই অবধি তিনি আহার নিদ্র পরিত্যাগ করেছেন, আর হা ইন্দ্ৰজিত ! হু বীরবাজু! রাক্ষসকুল ধ্বংস হলে ! মুখে কেবল এই কথা । . *