পাতা:মেঘনাদবধ নাটক.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७म्न कार्कु মেঘনাদ বধ নাটক । S4 প্রিয়জনের অমঙ্গল আশঙ্কণ সততই মনে উদয় হয় । কিন্তু আপনিত বিলক্ষণ অবগত আছেন যে আমির রাক্ষস জাভি কামরূপী, ইচ্ছা কল্পে মান রূপ ধারণ কতো পারি, মায়। জাল বিস্তার করে গোপন ভাবে লক্ষণ শুরকে লঙ্কায় প্রবেশ করাবে, কেউ জানতে পারবেন। . আমি লক্ষণের যেরূপ বীরপণ। দেখেছি, নিশ্চয়ই ইন্দ্রজিতকে পরাজয় কত্যে পারবেন : -- লক্ষণ । কি বোল বো, বেটা মেঘের আতুড় লুকিয়ে থেকে যুদ্ধ কর্যে গেছে । বেটার একবার নাগাল পাই ত মুণ্ডট ছিড়ে ফেলি । রাম । মিত্ৰ ! তুমি যে মায়ারূপী ত৷ আমি উত্তমরূপে জানি, কিন্তু যেখানে লক্ষ্মণকে নিয়ে যাবে সেখানেত সকলেই মায়াজানে, ভ। মায়ারীর নিকট মায়ং কোমৃকাজের হবে : তীরীত তোমার মায়। ৰূপতে পারবে ? BBB S B BBS BS BBBB BBBBB BBB BBBB BBBS সমকক্ষ আর নীচ পদস্থ ব্যক্তির মায়াই বুঝতে পার’য়, উচ্চপদস্থ ব্যক্তির মায়া বুঝতে পারা যায়না । ঠাকুর । চিন্তা কোরবেম্ব না, আমার মায়; রাবণ ভিন্ন লঙ্কায় আর কেউ বুঝতে পার বেনা, ঠাকুর । আর কাল বিলম্বে প্রয়োজন নাই । শুল্লাম ইন্দ্রজিত এবার নিকুস্তিল যজ্ঞ সাঙ্গকর্যে যুদ্ধে আসবে, বেটীকে সেই অবকাশে ধতে হবে, লেটা সেই সময়ে নিরস্ত্র থাকবে । তা নাহলে তার নিধনের আর উপায় নাই । একেত সে মহা ধনুৰ্দ্ধর, তাতে যদি নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কতে পায়, তাহলে সমস্ত ত্রিভুবন মিলেও তাকে পরাজয় কতে পারবেন ।