পাতা:মেঘনাদবধ নাটক.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిa মেঘনাদ বধ নাটক । 8५ फाङ्क প্রমী । নাথ ! আমি কেন এত কাতর হয়েছি, তা তোমাকে কেমন করো বোৰো, আর তুমিই বা তা কেমন কর্যে শুম্বে ? ইন্দ্র । প্রিয়ে ! তুমি কি দেখ নাই—নদী গর্ভে প্রবল বান প্রবেশ কল্পে নদী সেই বন্যার জল কতক দুই কূল ভূমিতে আর কতক সমুদ গর্ভে ত্যাগ করো অপম গৰ্ভভার লাঘব করে । প্রমী । প্ৰাণেশ্বর ! তুমি যথার্থই বলেছ তোমারে যদি না বোল্বে। তা আর করে বোলবো, তুমি আমার স্বখের ভাগী এবং দুঃখেরও ভাগী, জল নিৰ্ম্মলই হউক বা কদৰ্মময়ই হোক নদী ত৷ সাধরকে বৈ আর করেও সমপণ করেন । নাথ ! আমি তাল মতে জানি -- রাগিণী বেস্থাগ-তাল আtড়। : অবলার স্পতি সম নাহি অন্য ধন । ন। প্রকাশি পতি পাশে কি আছে বেদন । পতির চরণ, করি হৃদয়ে ধারণ, নাশি দুর্থ অনুক্ষন, পতি মুখ দরশনে, থাকি প্রফুল্লিত মনে, রবি উদয়ে গগনে নলিনী যেমন ॥ নাথ ! তোমারে না বল্যে অার কারে বোলবো ? অামার এ দুঃখের ভীর আর কে গ্রহণ করবে ; ইন্দ্র । সুন্দরী ! বল বল আর বিলম্ব করোন । তোমার স্বধ। মুখের উক্তি বলে দারুণ দুঃখের কাহিনীও শুনৃতে আমার লালস হচ্চে । আহা ! এইজনাই বুঝি চাতক নদীর সুশীতল জল তুচ্ছ করে কখন কখন যে রক্ত ধীর বৃষ্টি হয়