পাতা:মেঘনাদবধ নাটক.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* মেঘনাদবধ নাটক। পঞ্চম অঙ্ক বন্ধুবান্ধব, সকল ধনে বঞ্চিত হয়েছি—ছিলেন জানকী— হ ! ( দীর্ঘ নিশ্বাস) গহন কাননে এসে উীকেও হারিয়েছি । ভাই ! অন্ধের ষষ্টি স্বরূপ তুমি আমার একমাত্র অবলম্বন আছ, অবশেষে তুমিও কি আমাকে ফাকি দিয়ে পালান্ধে ? এই কি, ভাই ! তেয়ের ধৰ্ম্ম ১ ২ বিস্টী। ধন্য তোমাদের ভ্ৰাতৃ স্নেহ, বুঝি ভ্ৰাতৃ স্নেহ শিখাবার - জন্যেই তোমরা জন্ম গ্রহণ কেরেছ। । গ্রাহ্ম । ভাই লক্ষণ ! তুমি আমার প্রাণের ৮ে:সর, ভোযায় অসমীয় বিশেষ কি; তোমার ও প্রতিজ্ঞ। আমার, আমি আজি ইন্দ্রষ্ঠ জিতের মাত কেট্যে তার শোণিতে তোমাকে স্নান করিয়ে তৎকৃত অপমানকলুষ ধৌত কোর ব; ভাই ! তুমি শিবিরের অধ্যক্ষ হয়ে থাক { 呜。 (আকাশ বাণী ) হে রঘুকুলতিলক রামচন্দ্ৰ ! বীর লক্ষ্মণকে নিঃশঙ্ক চত্ত্বে ইন্দ্রজিত সহ যুদ্ধে লিদায় কর । ইন্দ্ৰজিত লক্ষ্মণেরই পধা । তোমাদের সন্মুণে সকল দেব তোমাদের প্রতি প্রসন্ন হয়েছেম । আজ সকল দেব মিলে লক্ষ্মণের সহায়ত কোর বেম আর দেবরাজ ইন্দ্র যুদ্ধের উপযোগী পরিচ্ছদ এবং অস্ত্ৰ শস্ত্র প্রসাদ স্বরূপ লক্ষ্মণের নিমিত্ত পাঠিয়েছেন, তোমার শিবির , মধ্যে প্রাপ্ত হৰে । সে পরিচ্ছদের সৌরভে অস্ত্রধারি শত্রুর অস্ত্র হস্তস্থলিত হয়ে পোড়বে। রাম একি আকাশ বাণী ? - বিভী । প্রতে। ! চিন্তাকি ? আজ দেবকুল আপনার প্রতি স্থপ্রসন্ন । লক্ষ্মণ । ইজজিত, দেখুব বেটা আজ তোর বীর পণ।