পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ab" মেদিনাপুরের ইতিহাস । সিংহাসনে আরোহণ করেন। তাহার। প্রায় একশত বৎসর রাজত্ব করিয়াছিলেন। তৎপরে মৌর্য্যবংশের প্রথম নরপতি চন্দ্রগুপ্ত নন্দবংশ ধ্বংস করিয়া মগধের রাজসিংহাসন অধিকার করেন চন্দ্রগুপ্তের রাজত্বকালে গ্রীকরাজ সিলিউকাসের দুত মেগাস্থিনিস তাহার রাজসভায় বহুকাল অবস্থান করিয়া “ইণ্ডিকা" নামক একখানি গ্রন্থে প্রাচ্য-জগতের একটি বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করিয়াছিলেন। কিন্তু সে গ্রন্থ এখন আর পাওয়া যায় না। পরবত্তী গ্ৰীক লেখকগণ স্ব স্ব গ্রন্থে মেগাস্থিনিসের গ্রন্থের যে সকল অংশ উদ্ধৃত করিয়া গিয়াছেন, তাহা হইতে অবগত হওয়া যায় যে, চন্দ্রগুপ্তের রাজত্বকালে আর্য্যাবৰ্ত্তের পূৰ্ব্বপ্রান্তে গণ্ডরিডই বা ‘গঙ্গারাড নামে একটি পরাক্রান্ত স্বাধীন রাজ্য ছিল। গঙ্গরিডিগণের অসংখ্য বৃহদাকার দুৰ্জ্জয় রণহস্তসমূহ থাকায় ঐ রাজ্য কখনও কোন বিদেশর নৃপতি কর্তৃক অধিকৃত হইতে পারে নাই। গঙ্গানদী ঐ রাজ্যের পুৰ্ব্বসীমা দিয়া প্রবাহিত ছিল । * বৰ্ত্তমান যুগের ঐতিহাসিকগণ সিদ্ধান্ত করিয়াছেন, বাঙ্গালার যে অংশ ভাগীরথীর পশ্চিমদিকে অবস্থিত অর্থাৎ যে অংশ প্রাচীনকালে সুহ্ম, তাম্রলিপ্ত, রাঢ় প্রভৃতি নামে পরিচিত ছিল, সেই অংশ গঙ্গরিডি রাজ্যের অন্তভূত ছিল এবং বর্তমান উড়িষ্যা ও উড়িষ্যার দক্ষিণদিকে অবস্থিত গোদাবরী পর্য্যন্ত প্রদেশ যাহা তৎকালে কলিঙ্গ নামে অভিহিত হইত, সেই অংশও ঐ রাজ্যের সহিত সংলগ্ন ছিল । { মেগাস্থিনিস গঙ্গার মোহানার নিকট সমুদ্রের উপকুলপ্রদেশে গঙ্গরিডি বা গগুfরডই রাজ্য ।

  • Ancient India as described by Megasthenes and Arrian by J. W. McCrindle pp. 33-34.

+ cश्रोष्ट्रब्राछमाण-४५ उ१, १: २ । दांत्रालान ३ठिशन-०५ छ१, ५: ०० ।।