পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু রাজত্ব—তাম্রলিপ্ত-রাজ্য । wፃ খৃষ্টীয় ৬২৯ অঙ্গে অন্যতম চৈনিক পরিব্রাজক স্বনামখ্যাত ইউয়ান-চোয়াং ভারতবর্ষে আগমন করিয়াছিলেন। সে সময় গৌড়বঙ্গ হিরণ্যপৰ্ব্বত ( মুঙ্গের ), চম্পা ( ভাগলপুর), s: , কাছবিরপুং বৰ্দ্ধন (মালদহ ও বগুড়), সমতট (পূৰ্ব্ববঙ্গ), তাম্রলিপ্ত এবং কর্ণসুবর্ণ এই কয়টি রাজ্যে বিভক্ত ছিল । ইউয়ান-চোয়াং তাহার প্রণীত “লি-যু-কি” নামক গ্রন্থে লিখিয়াছেন যে, তিনি সমতট ( বর্তমান ঢাকা ) হইতে পশ্চিমদিক্ৰ ধরিয়া নয় শত ‘লি গমন পূৰ্ব্বক তাম্রলিপ্তে উপস্থিত হইয়াছিলেন। তাম্রলিপ্ত উপসাগরের সন্নিকটবর্তী ও নিম্নভূমি। এই রাজ্যের পরিধি ১৪•• লি এবং উহার রাজধানী ১০লি’র অধিক বিস্তৃত। উহার অন্তর্বাণিজ্য স্থলপথে এবং বহির্বাণিজ্য জলপথে সম্পাদিত হইত। উহার বাণিজ্য-সমারোহ দেখিয়া ইউয়ান-চোয়াং চমৎকৃত হইয়াছিলেন। তাম্রলিপ্তে সে সময় দশটি বৌদ্ধ মঠ ও সহস্রাধিক বৌদ্ধ উদাসীন ছিলেন। ইউয়ান-চোয়াং নগরের এক প্রান্তে মহারাজ অশোকনিৰ্ম্মিত দুইশত ফিট উচ্চ একটি স্তম্ভ দেখিয়া গিয়াছিলেন। উহার পাশ্বে সিড়ি ছিল, প্রাচীন বৌদ্ধগণ তাহার উপর বসিতেন ও বেড়াইতেন। দুর্লভ ও মূল্যবান দ্রব্য তাম্রলিপ্তে প্রচুর পাওয়া যাইত। বিস্তুর ধনী মহাজন ও জাহাজের আৰুণিগণ সেখানে বাস করিতেন। সাধারণত অধিবাসীর ধনী ছিলেন । র্ত্যহাদের মধ্যে কাহুরিও কাহারও হিন্দুধৰ্ম্মে বিশ্বাস ছিল এবং কেহ কেহ বা বীতশ্রদ্ধ ছিলেন। ইউয়ান-চোয়াং তাম্রলিপ্তে বৌদ্ধ মঠ ব্যতীত পঞ্চাশটি পৌত্তলিক হিন্দু-মন্দিরঙ দেখিয়। গিয়াছিলেন। তিনি লিখিয়াছেন, যদিও তৎকালে ঐ প্রদেশের छूभि नकज निग्न झिण, किड़ चङाड उर्सब्र शाकां८ङ कर्षिठ श्बा