পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৷৷৶৹

উৎকলের কেশরীবংশ—১১৬, দণ্ডভুক্তি রাজ্য—১১৭, রাজা ধর্ম্মপাল—১১৭, রাজা লাউসেন—১২১, ধর্ম্মমঙ্গল ও ধর্ম্মপূজা—১২২, রাজা জয়সিংহ—১২৩, রাজা কর্ণকেশরী ও রাজা বিক্রমকেশরী—১২৩, কর্ণগড়—১২৫, রাজা প্রাণকর ও রাজা মেদিনীকর—১২৭, গঙ্গবংশের রাজত্বে মেদিনীপুর জেলা—১২৯, মালঝিটা দণ্ডপাঠ ও গোপীনাথ পট্টনায়েক—১২৯, নারায়ণপুর দণ্ডপাঠ ও গন্ধর্ব্বপাল—১৩০, জৌলিতি দণ্ডপাঠ ও কালিন্দী রাম সামন্ত—১৩০, নইগাঁ দণ্ডপাঠ ও প্রতাপ ভঞ্জ—১৩১, জলেশ্বর দণ্ডপাঠ ও বিশি বিভাগ—১৩২, ভঞ্জভূম দণ্ডপাঠের রাজবংশ—১৩৩, রাজা বীরসিংহ—১৩৪, রাজা অভয়সিংহ, কুমার সিংহ ও জামদার সিংহ—১৩৪, রাজা সুরথসিংহ—১৩৫, বগড়ী ও চন্দ্রকোণা রাজবংশ—১৩৬, হোসেন সাহের উড়িষ্যা আক্রমণ—১৩৭, মেদিনীপুরে শ্রীকৃষ্ণ চৈতন্য—১৩৯, মেদিনীপুর জেলায় মুসলমান অধিকার প্রতিষ্ঠা—১৪০।

ষষ্ঠ অধ্যায়—মুসলমান অধিকার, পাঠানরাজত্ব।

 হিজলীতে মুসলমান রাজ্য—১৪২, ভাটীদেশ—১৪২, হিজলী রাজ্য প্রতিষ্ঠার তারিখ—১৪৩, তাজ খাঁ মশনদ আলীর পূর্ব্ব পরিচয়—১৪৫, সিকান্দর আলী—১৪৭, বাহাদুর খাঁ ও জইল খাঁ—১৪৮, ঈশা খাঁ—১৪৯, প্রতাপাদিত্যের হিজলী অধিকার—১৪৯, ঈশা খাঁর ঐতিহাসিকত্ব—১৫০, বলভদ্র দাস—১৫৫, হিজলীর প্রাচীন রাজবংশ—১৫৯, ভীমসেন মহাপাত্র—১৬০, সদাশিব দাস—১৬১, মাজনামুঠা ও জলামুঠা জমিদারী—১৬২, সলিম খাঁ—১৬৪, ভ্যালেনটীনের পুস্তকে হিজলীর কথা—১৬৬, মোগল পাঠানে সংঘর্ষ—১৬৯, মোগলমারীর যুদ্ধ—১৭০, আফগান বিদ্রোহ—১৭১, পাঠান রাজত্বে মেদিনীপুর জেলা—১৭২।