পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిఫి মেদিনীপুরের ইতিহাস । ও তন্নিকটবৰ্ত্তী স্থান-সমূহ), প্রসিদ্ধ তৰ্কন লাড়ম (দক্ষিণরাঢ় ), রত্নসম্পন্ন উত্তির লাড়ম (উত্তররাঢ় ) প্রভৃতি প্রদেশের অধিপতিগণকে পরাজিত করিয়াছিলেন। তন্দবুত্তিতে তখন ধৰ্ম্মপাল নামে এক রাজা রাজত্ব করিতেন। শ্ৰীযুক্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ঐযুক্ত নগেন্দ্র নাথ বস্তু-প্রমুখ ঐতিহাসিকগণ সিদ্ধান্ত করিয়াছেন যে, শিলালিপিতে উৎকীর্ণ তদবুত্তি বা দণ্ডভুক্তি বর্তমান মেদিনীপুর জেলার দক্ষিণাংশের নাম। র্তাহারা অনুমান করেন, বর্তমান দাতন নামক স্থানই প্রাচীন দণ্ডভুক্তি। * কিন্তু মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মতে দণ্ডভুক্তির বর্তমান নাম বিহার। কারণ, তিব্বতীয় ইতিহাসে ‘বিহার’ ওতন্তপুরী বা ওতন্দপুর নামে উল্লিখিত হইয়াছে। রাখাল বাবু লিখিয়াছেন যে, ওতন্দপুর সংস্কৃত উদন্তপুরের অপ্রভ্রংশ এবং উদ্ধস্তপুর বিহার নগরের প্রাচীন নাম-বিহারের আবিষ্কৃত বহু খোদিত লিপি হইতে জানা যায়। সুতরাং বিহার কখনই দণ্ডভুক্তি হইতে পারে না। দণ্ডভুক্তি কোশলদেশের পরে ওঁ দক্ষিণরাঢ়ের পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে; সুতরাং ইহা মেদিনীপুর জেলার কোন স্থানেই হওয়া সম্ভব। : তিরুমলৈ শিলালিপি হইতে জানা মার যে, রাজেন্দ্র চোল ভীষণ যুদ্ধে দণ্ডভুক্তির অধিপতি ধৰ্ম্মপালকে নিহত করিয়া দক্ষিণ-রাঢ়ের অধিপতি রণশ্বরকে পরাজয় করিয়াছিলেন। উক্ত শিলালিপিতে তাহার তাম্রলিপ্তরাজ্য-জয়ের কোন উল্লেখ নাই। দণ্ডভুক্তির পরেই দক্ষিণ

  • বাঙ্গালার ইতিহাস-প্রথম ভাগ, পৃ: ২২•। বঙ্গের জাতীয় ইতিহাস (রাজস্ব কাগু ), পৃঃ ১৭৩ ৷ + Memoirs of the Asiatic Society of Bengal, Vol. 111. p. 10. t दांत्रांजाब ३ठिशन-यषन छां* शू: ९२०-२२२ ।।