পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—তাম্রলিপ্ত রাজ্য సి রচিত ইতিহাসে গৃহীত হইতে পারে, তদনুসারে শূরবংশীয় দুই জনমাত্র নরপতির নাম আবিষ্কৃত হইয়াছে—রণশূর ও লক্ষ্মীশূর। * আমাদের অনুমান, দক্ষিণরাঢ়ে এই শূর-বংশের অধিকার প্রতিষ্ঠিত হইবার পর হইতেই তাম্রলিপ্ত-রাজ্যের স্বাতন্ত্র্য নষ্ট হইয়া গিয়াছিল। তাম্রলিপ্ত তখন একটি ক্ষুদ্রতন রাজ্যে পরিণত হইয়। দক্ষিণরাঢ়ের অন্তভূত হয়। মেদিনীপুরের গেজেটিয়ার-প্রণেতা ওম্যালী সাহেবও অনুমান করেন, রাজেন্দ্র চোলের দিগ্বিজয়ের পূৰ্ব্বে তাম্রলিপ্তরাজ্য দক্ষিণরাঢ়ের সহিত যুক্ত হইয়া গিয়াছিল। { শূরবংশের পরে সেনবংশ রাঢ়দেশে প্রতিষ্ঠা লাভ করেন। সেনবংশের খোদিত লিপিমালা হইতে বুঝিতে পারা যায় যে, বিজয়সেন সেনরাজবংশের প্রথম স্বাধীন নরপতি । রাখাল বাবু অনুমান করেন, বিজয়সেন প্রথমে রাঢ়দেশের অংশবিশেষের, পরে পাল-সাম্রাজ্যের অবশিষ্টাংশ অধিকায় করিয়া লইয়৷ গৌড়-সিংহাসনে প্রতিষ্ঠিত হইয়াছিলেন। বিজয়সেন শূৰ্ববংশের দুহিতা বিলাসদেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন। : দক্ষিণ-রাঢ়ে সেন-রাজবংশের অধিকার প্রতিষ্ঠিত হইলে পর তাম্রলিপ্তও তাহাদিগের অধিকারভুক্ত হইয়াছিল। “বিজয়সেন অনুন পঞ্চত্রিংশ বর্ষকাল গৌড়-সিংহাসনে প্রতিষ্ঠিত থাকিয়৷ খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর প্রারম্ভে স্বর্গারোহণ করেন। র্তাহার রাজ্যকালে খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষভাগে উৎকলরাজ জনম্ভবম্মা চোড়গঙ্গ বঙ্গদেশ আক্রমণ করিয়;fছলেন। উৎকলরাজ দ্বিতীয় নরসিংহের তাম্র সেন রাজবংশ ও অনস্তবৰ্ম্মা চোড়গঙ্গ ।

  • दांशांलाङ्ग हैठिशण &थंय७ीन, २०v-९० ।। + District Gezttteer, p. 21.

اه ه۹- ۹ : ttint tfgstri-er st.