পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెb মেদিনীপুরের ইতিহাস। শাসনে দেখিতে পাওয়া যায় যে, অনন্তবর্ষ গঙ্গাতীরবর্তী ভূভাগের ( উত্তররাঢ় ও দক্ষিণরাঢ় ) কর সংগ্ৰহ করিয়াছিলেন এবং মান্দারের দুর্গ অধিকার করিয়া লইয়াছিলেন। * রাখাল বাবু অনুমান করেন যে, উৎকলরাজ অনন্তবৰ্ম্ম স্থায়িভাবে রাঢ়দেশ অধিকার করিতে প্লারেন নাই। বিজয়সেন যে সময় পালবংশীয় গৌড়েশ্বরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন, সেই অবসরে অনন্তবর্ণ রাঢ়দেশ অধিকার করেন। যুদ্ধান্তে সমগ্র উত্তররাঢ় ও দক্ষিণরাঢ় পুনরায় বিজয়সেনের করতলগত হয়। কারণ, দেবপাড়ার শিলালিপি হইতে জানা যায় যে, বিজয়সেন কলিঙ্গাধিপশিকে পরাজয় করিয়াছিলে। সে সময়ে অনন্তব্য চোড়গঙ্গই কলিঙ্গাধিপতি ছিলেন । "খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগ হইতে একপ্রকার সেনরাজ বংশের ক্ষমতা শিথিল হইতে আরম্ভ হয়। ঐ সময় দক্ষিণ-রাঢ়ের অধিকাংশই মুসলমানদিগের করণত হইয়াছিল ; অবশিষ্টাংশ উৎকলের প্রবল প্রতাপান্বিত গঙ্গবংশ অধিকার করিয়া লয়েন। উৎকলরাজ অনঙ্গভীমদেব খৃষ্টীয় ১২১১ অদ হইতে ১২৩৮ অন্ধ পৰ্য্যন্ত উৎকলের সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন। উৎকলের প্রাচীন ইতিহাস মাদলাপাঞ্জীতে অনঙ্গভীমদেবের রাজ্যকালের যে বিবরণ আছে, তাহাতে জানা যায় যে, তাহার সিংহাসনলাভের পূৰ্ব্বে উৎকল রাজ্যের উত্তর-সীম। কাসবাস নদী পর্য্যন্ত বিস্তৃত ছিল; কিন্তু তিনি তাহার রাজ্যাধিকার উত্তরে বড়দনাই নদী ( পুরাতন দামোদর ) পৰ্য্যন্ত বিস্তৃত করিয়াছিলেন। ঃ তাম্রলিপ্ত, মান্সারণ প্রভৃতি ভূভাগ • J. A. S. B, 1896 Vol. I. p. 239-241 * दात्रांशाब्रहैच्शिग-यषब उ१,१: २vv-२०० ।। # J. A. S. B, Geography of Orissa.