পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৸৹

সপ্তম অধ্যায়—মুসলমান অধিকার, মোগলরাজত্ব।

 তোডরমল্লের রাজস্ব বিভাগ—১৭৫, মোগল রাজত্বে জমিদার—১৭৬, মেদিনীপুরের প্রাচীন জমিদার বংশ—১৭৭, মেদিনীপুরে সাজাহান—১৭৯, নরমপুরের মসজিদ—১৮১, হিজলীতে ইউরোপিয় বণিক—১৮২, হিজলীতে মগ ও পর্টুগিজ দস্যু—১৮৩, হিজলীতে ফৌজদারী প্রতিষ্ঠা—১৮৭, হিজলীর সরবোলা—১৮৮, সুলতান সুজার সুবাদারী—১৮৯, বাঙ্গালায় ইংরাজ কোম্পানী—১৯০, মোগলের সহিত ইংরাজের সংঘর্ষ ও হিজলী অধিকার—১৯১, হিজলীর যুদ্ধ—১৯৩, শোভাসিংহের বিদ্রোহ—১৯৬, বাঙ্গালার জমিদার—২০০, মোগল রাজত্বে শাসন ও বিচার প্রথা—২০১, আলীবর্দ্দী খাঁ ও বর্গীর হাঙ্গামা—২০৩, সিরাজদ্দৌলা ও পলাশীর যুদ্ধ—২০৫, মেদিনীপুরের ফৌজদার রাজারাম সিংহ—২০৫, মেদিনীপুরে কোম্পানীর অধিকার প্রতিষ্ঠা—২০৭।

অষ্টম অধ্যায়—মহারাষ্ট্রীয় উপদ্রব বা বর্গীর হাঙ্গামা।

 মারহাট্টা অভ্যুদয়—২০৯, বঙ্গে বর্গী—২১০, মেদিনীপুরে মোগল ও বর্গীর প্রথম যুদ্ধ—২১০, মহারাষ্ট্রীয় সেনাপতি ভাস্কর পণ্ডিত—২১২, বর্গীর অত্যাচার—২১৩, মেদিনীপুরের ফৌজদার মীরজাফর খাঁ—২১৪, রায়বনিয়া দুর্গ—২১৫, কোট দেশের বিরাট রাজা—২১৬, কটাসিন দুর্গ—২১৭, মেদিনীপুরে আলীবর্দ্দী ও সিরাজদ্দৌলা—২১৮, আলীবর্দ্দীর সন্ধি—২২০, মারহাট্টার সন্ধি ভঙ্গ ও মেদিনীপুর আক্রমণ—২২০, মহারাষ্ট্রীয় সেনাপতি শ্রীভট্ট-২২১, পটাশপুরে বর্গী—২২৩, সেনাপতি নিলু পণ্ডিত—২২৫, সাহাবন্দরের ভুঞা—২২৬, ময়ূরভঞ্জের রাজা—২২৬, পাইকারা ভুঞা—২২৭, দ্বিতীয় মারহাট্টা যুদ্ধ ও মর্গীর পরাজয়—২২৮।

নবম অধ্যায়—ইংরাজ শাসন কাল।

 চাকলা বর্দ্ধমান ও চাকলা মেদিনীপুরের পরগণা—২৩০, চাকলা